ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

শক্তির বড়াই করা ভারতের বাহাদুরীতে পড়েছে টান!

প্রকাশিত: ১১:১৪, ২৯ ডিসেম্বর ২০২৪

শক্তির বড়াই করা ভারতের বাহাদুরীতে পড়েছে টান!

সবসময় শক্তির বড়াই করা ভারতের বাহাদুরীতে পড়েছে টান। ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম জনসংখ্যার এই দেশটি।

টানা তিন সপ্তাহ ধরে হ্রাস পেয়েছে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত তথ্যে দেখা গেছে, ২০ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৮ দশমিক ৪ বিলিয়ন থেকে কমে ৬৪৪ দশমিক ৩৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এটি সাত মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন।

এদিকে ভারতীয় রুপি বর্তমানে ইতিহাসের সবচেয়ে নিম্নমান, প্রতি ডলারে ৮৫.২৪২৫ রুপিতে পৌঁছেছে। টানা সাত লেনদেন অধিবেশনে রুপির দাম কমেছে। বাণিজ্য-ঘাটতি এবং বিদেশি পুঁজি প্রত্যাহারের কারণে রুপির এই পতন।

অক্টোবর থেকে রুপি ১.৭৪ শতাংশ দর হারিয়েছে। চলতি প্রান্তিকে এটি সবচেয়ে খারাপ পারফরম্যান্স করছে। বৈদেশিক বাণিজ্যের ভারসাম্যহীনতা, আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বৃদ্ধি এবং উচ্চ বন্ড মুনাফা এর প্রধান কারণ।

আইডিএফসি ফার্স্ট ব্যাংকের তথ্য অনুযায়ী, এপ্রিল-নভেম্বর সময়ে ভারতের বাণিজ্য-ঘাটতি ১৮.৪ শতাংশ বেড়েছে। বিদেশি বিনিয়োগ প্রত্যাহার ও ঋণ ফেরত নেওয়ার পরিমাণ ১০.৩ বিলিয়ন ডলার, যা আগের প্রান্তিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

অর্থনীতিবিদদের মতে, এসব কারণে ভারতের লেনদেন ভারসাম্যে ঘাটতি দেখা দিয়েছে। অর্থবছরের শেষে ভারতের লেনদেন ভারসাম্য ২০-৩০ বিলিয়ন ডলারে দাঁড়াবে, যেখানে গত বছর এটি ছিল ৬০ বিলিয়ন ডলার।

এদিকে ভারতীয় রুপির মূল্যের এই পতন চাল রপ্তানি মূল্যকে ১৭ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে গেছে। রুপির রেকর্ড পতনের পাশাপাশি ক্রিসমাস ছুটির কারণে প্রধান বাজারে চাহিদা কম থাকায় এই পতন ঘটেছে বলে জানিয়েছে রয়টার্স।

নতুন দিল্লিভিত্তিক এক ব্যবসায়ী বলেছেন, "এই সপ্তাহে রুপির মূল্যের পতনের কথা মাথায় রেখে রপ্তানিকারকরা দাম সমন্বয় করেছে। ক্রিসমাস ছুটির কারণে চাহিদা খুবই কম ছিল।"

নাহিদা

আরো পড়ুন  

×