ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১

একসঙ্গে দুই স্বামী নিয়ে সুখের সংসার তরুণীর!

প্রকাশিত: ১৩:৫২, ২৪ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৪:০০, ২৪ ডিসেম্বর ২০২৪

একসঙ্গে দুই স্বামী নিয়ে সুখের সংসার তরুণীর!

ছবি: সংগৃহীত

এক মহিলার দুই স্বামী। গলায় মঙ্গলসূত্রও দু’টি। তবে এর মধ্যে কোনও লুকোছাপা নেই। তিন জনেরই থাকা-খাওয়া সব একসঙ্গে। উত্তরপ্রদেশের এক মহিলার এমনই দাবিতে হইচই পড়ে গিয়েছে সমাজমাধ্যমে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উত্তরপ্রদেশের দেওরিয়ায় দুই স্বামীকে নিয়ে ওই মহিলার বাস। তাঁদের ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিওটি। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি।

ভাইরাল সেই ভিডিওতে দেখা গিয়েছে, ঘরের বিছানার উপর এক মহিলা বসে রয়েছেন। তাঁর পরনে রানি রঙের শাড়ি-ব্লাউজ়। মাথায় মোটা করে সিঁদুর পরা। গলায় দু’টি মঙ্গলসূত্র। ওই মহিলার দু’পাশে বসে রয়েছেন দুই যুবক। মহিলা জানিয়েছেন, দুই যুবকই তাঁর স্বামী। দু’জনকেই তিনি বিয়ে করেছেন। স্বামীদের নামাঙ্কিত দু’টি মঙ্গলসূত্রও তিনি পরেন বলে মন্তব্য করতে শোনা যায় তাঁকে। ভিডিয়োয় ওই মহিলাকে এ-ও বলতে শোনা গিয়েছে, ‘‘দু’জন স্বামী, তাই দুটো মঙ্গলসূত্র পরা জরুরি। আমি খুব সুন্দর ভাবে সবটা সামলাই । আমাদের তিন জনের যাওয়া-আসা, থাকা-খাওয়া সব একসঙ্গে।’’ যদিও ভিডিয়োয় ওই দুই যুবককে চুপ করে বসে থাকতে দেখা গিয়েছে। তাঁরা কোনও কথা বলেননি।

‘ডিজিটাল ভারত ৩৬৫’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিওটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। বহু বার দেখা হয়েছে ভিডিওটি। ভিডিওটি দেখে নেটাগরিকদের অনেকেই মজার মজার মন্তব্য করেছেন। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। যদিও নেটাগরিকদের একাংশ ভিডিওটির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, ভিডিওটিতে যে দুই পুরুষকে দেখা গিয়েছে, তাঁরা আদতেও ওই মহিলার স্বামী নন। সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার জন্যই পুরো বিষয়টি তাঁরা সাজিয়েছেন। ভিডিওটি দেখার পর সমাজমাধ্যমে ক্ষোভও প্রকাশ করেছেন কেউ কেউ।

শিহাব

×