মিশিগানে চবি অল্যামনাই এসোসিয়েশনের বিজয় দিবস উদযাপন
৭১'এর চেতনাকে বুকে ধারণ করে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য মিশিগানে মহান বিজয় দিবস উদযাপন করলো চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় অল্যামনাই এসোসিয়েশন অব মিশিগান।
অত্যন্ত জাঁকজমকপূর্ণ আয়োজন ও জাতীয় সংঙ্গীতের সূচনার মধ্য দিয়ে গত ২২ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় সংশ্লিষ্ট এসোসিয়েশন তাদের কার্যালয়ে বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও খানাপিনার আয়োজন করে।
সংশ্লিষ্ট এসোসিয়েশন সভাপতি সৈয়দ মঈন দীপু'র সভাপতিত্বে ও নজরুল ইসলামের প্রাণবন্ত সন্চালনায় অনুষ্ঠিত পরিচালিত হয়। এসময় মহান বিজয় দিবসের তাতপর্যের ওপর আলোচনায় অংশ নেন,সংশ্লিষ্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক লুতফুর রহমান ও সংশ্লিষ্ট দিবস উদযাপন কমিটির আহ্বায়ক জাভেদ চৌধুরী।
সভায়,৭১'সালে সংঘটিত স্বাধীনতা যুদ্ধ চলাকালে নিহত বীর সকল মুক্তিযোদ্ধা,সম্ভ্রম হারানো মা-বোন ও নাম না জানা অসংখ্য মুক্তিকামী মানুষ নিহতদের স্মরণ করে মহান আল্লাহ'র নিকট তাদের রুহের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এ সময় চবিক'র প্রাক্তন ছাত্র প্রবাসী আমিনুর রশিদ চৌধুরী কাপ্তান ,অলিউর রহমান, অরবিন্দু চৌধুরী মৃদুল, কাজী এবাদ, সৈয়দা শিরিন সুলতানা, উরমী, রোকেয়া রশিদ চৌধুরী,পি কে চন্দ্র,আতিকুর রহমান প্রমুখ ব্যক্তিবর্গের উপস্থিতে বিজয় দিবসের অনুষ্ঠানস্থল হয়ে উঠে প্রাণবন্ত। বিশেষ করে অনুষ্ঠানে বাংলা মাতৃকার দেশ প্রেম নিয়ে কন্ঠ শিল্পীদের একের পর এক বিজয়ের গান অতিথিদেরকে আনন্দে মাতিয়ে তুলে।
দর্শক মাতানো এমন হৃদয় ছোয়া গান গুলো পরিবেশন করেন, মোহাম্মদ হোসেন, মিল্টন বড়ুয়া, জিন্নাত বেগম, লুতফুল বারী, নিওন সালাউদ্দিন, মুরাদ ও আবুল কালাম আজাদ।এছাড়াও কৌতুকে অংশ নেন, জিয়াউল আলম চৌধুরী, মিল্টন বড়ুয়া। গল্প শুনিয়ে অতিথিদের মন জয় করে নেন,সালাউদ্দিন আহমদ সহ প্রমুখ কয়েক কৌতুক ব্যক্তিত্ব।
সাইদ