ছবি: সংগৃহীত
ভারতের কেন্দ্রীয় প্রশাসন তথা সচিবালয়ে ভারতীয় প্রশাসন ক্যাডার তথাআইএএস বা ইন্ডিয়ান এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এর লাগামহীন ও নিরংকুশ ক্ষমতার লাগাম টেনে ধরেছেন নরেন্দ্র মোদি। এই লাগাম টানতে মোদির ১০ বছরের বেশি সময় লেগেছে।
ভারতীয় ইংরেজি গণমাধ্যম দ্যা প্রিন্টে প্রকাশিত এক নিবন্ধে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
নরেন্দ্র মোদি বলেন, আইএএস অফিসার হওয়ার কারনে তারা সারের গুদাম, রাসায়নিক গুদাম এমনকি জাহাজ ও চালাবে।বাবুদের হাতে জাতির লাগাম তুলে দিয়ে আমরা কি অর্জন করেছি বলে মন্তব্য করেন তিনি। কেন্দ্রীয় প্রশাসনের নিরংকুশ ক্ষমতার উপর ক্ষোভ প্রকাশ করে এসব বলেন বলে দ্যা প্রিন্টের বরাতে বলা হয়েছে।
ভারতের কেন্দ্রীয় সরকারের পদগুলোতে ভারতীয় প্রশাসন ক্যাডারের আধিপত্য কমিয়ে নন আইএএস অফিসারদের স্থাপন করছে মোদি সরকার। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে দেখা যায়, ভারতীয় আমলাতন্ত্রের নীতিনির্ধারণী পদগুলোতে এখন দুই তৃতীয়াংশ অফিসারই ভারতীয় প্রশাসন ক্যাডার বহির্ভূত।
অনেক মন্ত্রনালয়ে যুগ্ম সচিব পর্যায়ে প্রশাসন ক্যাডার বা আইএএস অফিসারকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। ভারতীয় আমলাতন্ত্রেও আইএএস বা প্রশাসন ক্যাডারের আধিপত্য তীব্র। সেটা বাবু কালচার বা সংস্কৃতি নামে পরিচিত। উচ্চ পদে বাবুদের ক্ষমতার আধিপত্য নিয়ে বেজায় বিরক্ত নরেন্দ্র মোদি।
তাবিব