ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ইলন মাস্ক প্রেসিডেন্ট হতে পারবেন না ॥ ট্রাম্প

প্রকাশিত: ২০:৩৫, ২৩ ডিসেম্বর ২০২৪

ইলন মাস্ক প্রেসিডেন্ট হতে পারবেন না ॥ ট্রাম্প

মার্কিন রাজনীতিতে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের প্রভাব বাড়ছে। তাকে ভাবা হচ্ছে, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট। এরই মধ্যে ডেমোক্র্যাটরা তো বটেই, অনেক রিপাবলিকান পর্যন্ত মাস্ককে বলছেন ‘প্রেসিডেন্ট’। আর নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলছেন ‘ভাইস প্রেসিডেন্ট’। স্থানীয় সময় রবিবার মাস্কের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা নিয়ে অ্যারিজোনায় এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমি আপনাকে বলতে পারি, মাস্ক প্রেসিডেন্ট হচ্ছেন না। জানেন তিনি কেন পারবেন না? কারণ তার জন্ম এই দেশে হয়নি। ইলন মাস্কের জন্ম দক্ষিণ আফ্রিকায়। মার্কিন সংবিধান অনুযায়ী, দেশটির একজন প্রেসিডেন্টকে আমেরিকাতেই জন্ম নিতে হবে।
ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে ব্যাপক প্রভাবের কারণে ইলন মাস্ককে প্রেসিডেন্ট মাস্ক বলে কটাক্ষ ও সমালোচনা করছে ডেমোক্র্যাটিক পার্টি।

×