গাজায় হাসপাতাল, স্কুল এবং তথাকথিত ‘নিরাপদ অঞ্চল’ লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইল। গাজার দক্ষিণাঞ্চলের আল-মাওয়াসি এলাকায় ভয়াবহ বোমা হামলা চালায় ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ)। সোমবার এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, এ হামলায় আল-মাওয়াসি এলাকায় কয়েকটি শরণার্থী শিবিরে আগুন ধরে যায় এবং অন্তত সাতজন ফিলিস্তিনি নিহত হন। একদিনে, নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জনে। এ নিয়ে ১৪ মাসেরও বেশি সময় ধরে চালানো ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৪৫ হাজার ২৫৯ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া, গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।
গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার ইসরাইলি বিমান হামলায় অন্তত ৫৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। উদ্ধারকারীরা যেতে না পারায় এখনো বহু মানুষ হামলায় ধ্বংস হওয়া ভবনের নিচে চাপা পড়ে আছেন।
গাজায় সেফ জোনে ইসরাইলি হামলায় নিহত ৫৮
শীর্ষ সংবাদ: