ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সহিংসতার শিকার: নিউইয়র্ক পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন

প্রকাশিত: ১৯:১৭, ২৩ ডিসেম্বর ২০২৪

সহিংসতার শিকার: নিউইয়র্ক পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন

নিউইয়র্কের ব্রুকলিনে একজন নারীর গায়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় তিনি মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় পুলিশ একজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। পুলিশ কমিশনার জেসিকা টিশ এই ঘটনাকে ‌‘সবচেয়ে ঘৃণ্য অপরাধগুলোর একটি’ বলে অভিহিত করেছেন। এই খবরটি প্রকাশ করেছে বিবিসি এবং আল জাজিরা।

জানা গেছে, স্থানীয় সময় রোববার সকালে ব্রুকলিনের কনি আইল্যান্ড-স্টিলওয়েল অ্যাভিনিউ সাবওয়ে স্টেশনে একটি থেমে থাকা এফ ট্রেনের ভেতরে ওই নারী সম্ভবত ঘুমিয়ে ছিলেন। এমন সময় এক অপরিচিত ব্যক্তি তার কাছে গিয়ে লাইটার দিয়ে তার পরনের পোশাকে আগুন ধরিয়ে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যেই তার শরীর আগুনে পুড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

পুলিশ জানায়, ঘটনার আগে ওই নারী এবং হামলাকারীর মধ্যে কোনো কথাবার্তা হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা একে অপরকে চিনতেন না। স্টেশনে টহলরত পুলিশ কর্মকর্তারা আগুন এবং ধোঁয়া দেখে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা দেখতে পান, ট্রেনের ভেতরে এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন এবং তার শরীরে আগুন জ্বলছে।

পুলিশ আরও জানায়, তারা ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর গায়ে জ্বলতে থাকা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে জরুরি বিভাগের কর্মীরা পৌঁছে তাকে মৃত ঘোষণা করেন। নিহত নারীর পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

রাজু

×