ত্রিপুরার আগরতলা স্টেশনে পুলিশের অভিযানে ধরা পড়লেন তিন বাংলাদেশি নাগরিক। রবিবার বিকেলে রেল পুলিশ, আরপিএফ এবং সীমান্তরক্ষী বাহিনীর যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়। ধৃতদের নাম ছোটন দাস, বিষ্ণুচন্দ্র দাস এবং মুহাম্মদ মালিক। তাঁরা বাংলাদেশের নোয়াখালির বাসিন্দা বলে জানা গেছে।
গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে আগরতলা স্টেশনে অভিযান চালানো হয়। ধৃতদের সন্দেহজনক চালচলন দেখে তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের জেরার মুখে জানা যায়, তাঁরা বাংলাদেশি নাগরিক এবং বৈধ নথিপত্র ছাড়া বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছেন। ধৃতরা ভারতে আসার কোনও বৈধ নথি দেখাতে না পারায় তাঁদের গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, আগরতলা হয়ে ট্রেনে কলকাতায় যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। এই উদ্দেশ্যেই তাঁরা আগরতলা স্টেশনে এসেছিলেন। সোমবার ধৃতদের আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে রেল পুলিশ।
এদিকে, বেআইনি অনুপ্রবেশের আরও একটি ঘটনা ঘটেছে অসমে। সোমবার সকালে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, ছয় বাংলাদেশি নাগরিককে ধরা হয়েছে এবং তাঁদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে তাঁদের ধরা পড়ার সুনির্দিষ্ট এলাকা সম্পর্কে কিছু জানাননি মুখ্যমন্ত্রী।
রাসেল