ছবি: সংগৃহিত
বাল্যবিবাহ প্রতিরোধে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে অভিযান চলমান রয়েছে। সর্বশেষ আসামে ৪১৬ জনকে আটকের পর বাল্যবিবাহ বিরোধী অভিযানে গ্রেপ্তার হওয়া মানুষের সংখ্যা প্রায় পাঁচ হাজার জনে পৌঁছেছে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বাস শর্মা এই তথ্য জানিয়েছে।
গতকাল রবিবার(২২ডিসেম্বর) এক বিবৃতিতে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বাস শর্মা জানান, মধ্যরাতে রাজ্যজুড়ে বাল্যবিবাহবিরোধী অভিযান চালিয়ে ৪১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে । সমাজের এই অশুভ প্রবণতা বন্ধ করতে আমরা শক্তিশালী পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখব।বাল্যবিবাহের বিরুদ্ধে আসাম তার লড়াই চালিয়ে যাবে।
আসামে বাল্যবিবাহ প্রতিরোধ করতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছে প্রশাসন। এর আগেও দুই দফায় রাজ্যজুড়ে অভিযান চালিয়েছে পুলিশ। এদিন তৃতীয়বার রাজ্যটির বিভিন্ন প্রান্তে অভিযান চালানো হয়।
জাতিসংঘের তথ্যানুযায়ী, ভারতে ২২ কোটির বেশি অপ্রাপ্তবয়সী বিবাহিত মেয়ে রয়েছে। ভারতে ন্যূনতম বিয়ের বয়স ১৮ কিন্তু দেশটিতে অনেকেই ১৮ বছরের আগেই বিয়ে হয়ে যায়।
ভারতের কেন্দ্রীয় সরকার‘বাল্যবিবাহমুক্ত ভারত’ গঠনের জন্য এরই মধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে । গত মাসে নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি কর্মসূচিও চালু করা হয়। ভারতের কোথাও বাল্যবিবাহের ঘটনা ঘটলে তা সঙ্গে সঙ্গে প্রশাসনের নজরে আনার জন্য একটি পোর্টালও চালু করেছে কেন্দ্রীয় সরকার।
ভারতীয় সরকারের পরিসংখ্যান অনুসারে, ২০১৫-১৬ সালে বাল্যবিবাহের হার ছিল ২৬.৮ শতাংশ। ২০১৯-২১ সালের মধ্যে তা কমে ২৩.৩ শতাংশে নেমে এসেছে। ২০২৯ সালের মধ্যে তা ৫ শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
সাইদ