ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ইসরায়েলি বিমান হামলায় গাজায় দুই প্যালেস্টিনিয়ান নিহত

প্রকাশিত: ১০:৫৭, ২৩ ডিসেম্বর ২০২৪

ইসরায়েলি বিমান হামলায় গাজায় দুই প্যালেস্টিনিয়ান নিহত

গাজা শহরের আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি বিমান হামলায় দুই প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন। গাজা সিভিল ডিফেন্স তাদের টেলিগ্রাম পেজে জানিয়েছে, হামলায় নিহত দুই ব্যক্তির দেহ উদ্ধার করেছে তাদের টিম, এবং আহত দুইজনকে নাসের হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে।

এ হামলা এমন সময়ে ঘটেছে, যখন কয়েক ঘণ্টা আগে ইসরায়েলি বাহিনী আল-মাওয়াসি এলাকায় শরণার্থী শিবিরে হামলা চালিয়ে অন্তত সাতজনকে হত্যা করেছে এবং এলাকাটিতে আগুন লেগে গেছে। ওই এলাকাটি বেশ জনবহুল এবং সেখানে বহু বাস্তুচ্যুত প্যালেস্টিনিয়ান পরিবার আশ্রয় নিয়েছে।

ইসরায়েলি বাহিনীর এসব হামলা আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনার সৃষ্টি করেছে এবং গাজার পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠেছে।

রাসেল

×