ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

’ভারতকে খাটো করে দেখবেন না’, বাংলাদেশকে কড়া ভাষায় হুঁশিয়ারি মিঠুনের

প্রকাশিত: ২১:২৯, ২২ ডিসেম্বর ২০২৪

’ভারতকে খাটো করে দেখবেন না’, বাংলাদেশকে কড়া ভাষায় হুঁশিয়ারি মিঠুনের

ছবি: সংগৃহীত।

সম্প্রতি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মিঠুন চক্রবর্তী তাঁর হতাশা প্রকাশ করেছেন এবং দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতির জন্য উদ্বেগ জানিয়েছেন। তিনি বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে অংশ নিয়ে বাংলাদেশের ইস্যুতে তার মন্তব্য তুলে ধরেন।

মিঠুন চক্রবর্তী বলেন, "ডোন্ট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া," এভাবে ভারতকে খাটো করে দেখার বিরুদ্ধে সতর্ক করেছেন তিনি। মিঠুনের মতে, পশ্চিমবঙ্গের অনেকেই বাংলাদেশের প্রতি আবেগ এবং অনুভূতি রাখেন, কিন্তু বর্তমান পরিস্থিতি তাদের জন্য কষ্টের। তিনি বলেন, "বাংলাদেশ এতটা পরিবর্তিত হবে, আমরা কখনো ভাবিনি। আমাদের আবেগের জায়গা নষ্ট হওয়া খুবই বেদনাদায়ক।"

তিনি আরও বলেন, "আমি টিভিতে যা যা দেখছি, যা কিছু সর্তক বার্তা শুনছি, আমাদের প্রতিবেশী দেশের নেতারা যা বলছে, আমি শুধু এটা বলবো—ভারতকে খাটো করে দেখবেন না। ডোন্ট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া।"

বাংলাদেশ থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়ে মিঠুন চক্রবর্তী বলেন, "বাংলাদেশকে দেখে আমাদের শিখতে হবে, বিশেষ করে বাংলাকে শিখতে হবে। যদি আমরা একত্রিত হয়ে না লড়ি, তবে আমাদের ভবিষ্যৎ অন্ধকার, তা নিশ্চিত।"

মিঠুন চক্রবর্তীর এই মন্তব্যে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

নুসরাত

×