ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মনিপুরের আগুনে ‘ঘি’ ঢালছেন ইলনমাস্ক,বেকায়দায় ভারত!

প্রকাশিত: ১৬:০৩, ২২ ডিসেম্বর ২০২৪

মনিপুরের আগুনে ‘ঘি’ ঢালছেন ইলনমাস্ক,বেকায়দায় ভারত!

ছবি: সংগৃহিত

অশান্ত মনিপুর কেন্দ্রের হস্তক্ষেপে ও শান্ত হচ্ছে না। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যটিকে এই অবস্থায় ফেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কুয়েত সফরে যাওয়ায় সমালোচনা করছেন প্রধান বিরোধীদল কংগ্রেস। এদিকে এমন খবরের মাঝে একটি খবর ছড়িয়ে পড়ছে নেট দুনিয়ায়। মণিপুরের আগুনে ঘি ঢালছে বিশ্বের সেরা ধনী ইলন মাস্ক।

বলা হচ্ছে ,বিদ্রোহীরা ইলন মাস্কের মালিকানাধীন ইস্টার লিংকের ইন্টারনেট ব্যবহার করছে। এই কারণে বেকাদায় ভারতের নিরাপত্তা বাহিনী। যদিও ইলর মাস্ক দাবি করছেন ,মনিপুরে স্টার লিংক ব্যবহার করা হচ্ছে না।
সম্প্রতি রাজ্যটির পূর্ব ইম্ফল জেলার অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুত উদ্ধারের পাশাপাশি বেশ কিছু ইন্টারনেট যন্ত্র বাজেয়াপ্ত করেছে নিরাপত্তা বাহিনী। মনিপুর পুলিশ জানিয়েছে, বাজেয়াপ্ত হওয়া জিনিসগুলোর মধ্যে একটি ইন্টারনেট স্যাটেলাইট এন্টেনা এবং ইন্টারনেট স্যাটেলাইট রাউটার রয়েছে। ভারতীয় সেনাবাহিনীর বাজেপ্ত হওয়া যন্ত্র গুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। সেই ছবিগুলোর মধ্যে কয়েকটি যন্ত্রে স্টিয়ারলিংক সংস্থার লোগো ছিল বলে দাবি উঠে ইন্টারনেটে।

গুঞ্জন ছড়ায় মণিপুরে স্টার লিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করছে বিদ্রোহীরা। এরপরে মাস্ক মালিকানাধীন সোশ্যাল মিডিয়ায় প্লাটফর্ম এক্স এ একজন ইলন মাস্কে ট্যাগ করে লিখেন, সন্ত্রাসীরা স্টার লিংক ব্যবহার করছে আশা করছি মাস্ক এটা দেখবেন এবং এটা বন্ধ করবেন। এই পোস্টের জবাবে এক্স এর প্রতিষ্ঠাতা বলেন, এটা মিথ্যা দাবি, ভারতের উপর স্টারলিংক স্যাটেলাইট বন্ধ করা আছে।

উল্লেখ্য,২০২৩ সালের মে থেকে বিক্ষিপ্ত মনিপুরের দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ চলছে।নতুন করে আবারও সংঘর্ষ শুরু হয়েছে।

সাইদ

×