ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বড় যুদ্ধের পরিকল্পনা করছে চীন? টার্গেট যুক্তরাষ্ট্র-ভারত!

প্রকাশিত: ১৫:৫৫, ২২ ডিসেম্বর ২০২৪

বড় যুদ্ধের পরিকল্পনা করছে চীন? টার্গেট যুক্তরাষ্ট্র-ভারত!

ছবি: সংগৃহীত

সম্প্রতি পেন্টাগনের এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে যে, চীন দ্রুতগতিতে পরমাণু অস্ত্র মজুত করছে। বর্তমানে দেশটির কাছে ৬০০টি কার্যকরী পরমাণু বোমা রয়েছে, যা ২০২৩ সালের ৫০০-এর তুলনায় অনেক বেশি।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, চীন ২০৩০ সালের মধ্যে পরমাণু অস্ত্রের সংখ্যা এক হাজারে উন্নীত করতে চায় এবং ২০৩৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের অস্ত্রের সংখ্যাকে অতিক্রম করার পরিকল্পনা করছে।

দীর্ঘ পাল্লার মিসাইল ও যুদ্ধক্ষমতা
চীনের বর্তমানে চারশটি দীর্ঘ পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল (ICBM) রয়েছে, যা যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম। পিপলস লিবারেশন আর্মির (PLA) কাছে আরও ১,৩০০টি পরমাণু-সক্ষম মাঝারি পাল্লার মিসাইল রয়েছে, যা ভারত, ফিলিপাইন এবং জাপানের মতো দেশগুলোর জন্য হুমকি বলে উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে।

পেন্টাগনের প্রতিবেদন অনুযায়ী, চীন গত বছর ৫০টি নতুন আইসিবিএম লঞ্চার এবং একই সংখ্যক আইসিবিএম যুক্ত করেছে, যা সরাসরি যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে পৌঁছানোর জন্য ডিজাইন করা। বর্তমানে চীনের আইসিবিএম লঞ্চারের সংখ্যা যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি।

বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী 

প্রতিবেদনে বলা হয়েছে, চীনের নৌবাহিনী এখন বিশ্বের সবচেয়ে বড় এবং যা দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে তাদের বহরে রয়েছে ৬টি পরমাণু-চালিত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন, ৬টি পরমাণু-চালিত আক্রমণ সাবমেরিন এবং ৪৮টি ডিজেল-চালিত সাবমেরিন, যা এআইপি প্রযুক্তি দ্বারা সজ্জিত।

২০২৫ সালের মধ্যে চীনের যুদ্ধজাহাজের সংখ্যা ৩৯৫-এ পৌঁছাবে এবং ২০৩০ সালের মধ্যে এটি হবে ৪৩৫। এ ছাড়া চীনের এয়ার ফোর্সও দ্রুত উন্নত হচ্ছে, যেখানে নতুন ফাইটার জেট এবং সামরিক ড্রোন যুক্ত হচ্ছে।

প্রতিবেশীদের জন্য হুমকি
প্রতিবেদন আরও উল্লেখ করেছে, চীন কৃত্রিম দ্বীপ নির্মাণ করছে যা ফিলিপাইন ও জাপানের মতো প্রতিবেশীদের হুমকি দিচ্ছে। পাশাপাশি তারা নিকট ভবিষ্যতে তাইওয়ান দখলের পরিকল্পনা করছে, যা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘর্ষের ইঙ্গিত দেয়।

পেন্টাগনের এই প্রতিবেদন চীনের সামরিক শক্তি বৃদ্ধির স্পষ্ট চিত্র তুলে ধরেছে, যা বৈশ্বিক নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

সূত্র: ইউএসএনআই

নাহিদা

×