ছবিঃ সংগৃহীত।
কখনও লাফাচ্ছেন, কখনও দৌড়াচ্ছেন; আবার কখনও চিৎকার-চেঁচামেচি করছেন। বলছেন আজগুবি সব কথা, দিচ্ছেন নানা বিভ্রান্তিকর তথ্য। ‘বাংলাদেশ থাকবে না। থাকবে না বাংলাদেশ। আজ আমি চিৎকার করব না। আমি রেগে কোনো কথা বলব না। আমি অভিমান করেছি। আমি শোকাহত’— এমন অসংখ্য উদ্ভট কথার মাধ্যমে অনবরত বিভ্রান্তিকর তথ্য ও গুজবের জন্ম দিয়ে চলেছেন ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও হেড অব ইনপুট হিসেবে কর্মরত ময়ূখ রঞ্জন ঘোষ।
এবার সেই ময়ুখ রঞ্জনের বাড়ি ঘেরাও করলো বিক্ষুব্ধ কৃষক ও জনতা। এসময় তাদের স্লোগান দিতে দেখা যায়, "মিথ্যা খবর বন্ধ করো, কৃষকের রুটি রুজির জবাব দাও।"
এসময় ভারতীয় এক কৃষক বস্তাভর্তি আলু ময়ুখ রঞ্জনের বাড়ির সামনে ফেলে সাংবাদিকদের বলেন, বাংলাদেশ আমদানি বন্ধ করায় এই আলু আমাদের ২/৩ টাকা করে বিক্রি করতে হচ্ছে। ফলে এই আলু আমাদের রাস্তায় ফেলে দেয়া ছাড়া উপায় নেই। আর এইসব কিছুর জন্য ময়ুখ ও বিজেপি নেতা শুভেন্দু দায়ী।
তিনি আরও বলেন, ময়ূখ রঞ্জন প্রতিনিয়ত মিথ্যা সংবাদের মাধ্যমে বাংলাদেশের সাথে আমাদের বানিজ্যিক সম্পর্ক নষ্ট করছে৷ আমদানি বন্ধ হওয়ায় আমাদের এখন ভিক্ষা করার মতো অবস্থা।
এসময় পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
ইসরাত