ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কুয়েত সফরে মোদি বিরোধীরা করলেন কটাক্ষ!

প্রকাশিত: ১২:৩৩, ২২ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১২:৪৭, ২২ ডিসেম্বর ২০২৪

কুয়েত সফরে মোদি  বিরোধীরা করলেন কটাক্ষ!

ছবিঃ সংগৃহীত

কুয়েত সফরে মোদি, মণিপুর ইস্যুতে বিরোধীদের কটাক্ষ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে কুয়েতে দু'দিনের রাষ্ট্রীয় সফরে রয়েছেন। কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ-এর আমন্ত্রণে এই সফরকে কেন্দ্র করে নানা কর্মসূচি সম্পন্ন করছেন মোদি। তবে মণিপুরের চলমান অস্থিরতার মধ্যে এই সফর নিয়ে বিরোধীদের কটাক্ষ এড়ানো যায়নি।

কুয়েত সফরের প্রথম দিনে মোদি মিনা আবদুল্লাহ এলাকায় একটি স্পিক লেবার ক্যাম্প পরিদর্শন করেছেন, যেখানে প্রায় দেড় হাজার ভারতীয় প্রবাসী কর্মী কাজ করেন। ৪৩ বছর পর কুয়েত সফরে গিয়ে কোনো ভারতীয় প্রধানমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ছুঁয়েছেন বলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরকে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছে।

কুয়েত ভারতীয় ব্যবসা-বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কুয়েতের শ্রমশক্তির ৩০ শতাংশই ভারতীয় নাগরিক। এছাড়াও ভারত কুয়েতের একটি শীর্ষস্থানীয় অপরিশোধিত তেল ক্রেতা। এই সফরে দুই দেশের মধ্যে শিল্প, প্রতিরক্ষা, এবং বাণিজ্য সহযোগিতার উন্নয়ন নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে।

তবে এই সফর ঘিরে ভারতীয় বিরোধী দল কংগ্রেস তীব্র সমালোচনা করেছে। মণিপুরের সহিংস পরিস্থিতি নিয়ে মোদির নীরবতা ও সেখানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে তারা। কংগ্রেস নেতা জয়রাম রমেশ অভিযোগ করেছেন, “মণিপুরের মানুষের জন্য তারিখ বার করতে পারছেন না মোদি, অথচ কুয়েত সফরের সময় ঠিক করে নিতে পেরেছেন।”

মোদির কুয়েত সফরের সাফল্য নিয়ে সরকারি মহল উচ্ছ্বসিত হলেও বিরোধী দল মণিপুর ইস্যুতে কেন্দ্রীয় সরকারের অবস্থান এবং মোদির নীরবতার তীব্র সমালোচনা করে যাচ্ছে।
উল্লেখ্য, মণিপুরে গত কয়েক মাস ধরে জাতিগত সংঘাত চলছে। বিরোধীরা প্রধানমন্ত্রীকে সরাসরি সেখানে যাওয়ার আহ্বান জানালেও এখনো মোদি মণিপুর সফরে যাননি। এই পরিস্থিতিতে তার কুয়েত সফর নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।

 

 

 

জাফরান

×