ছবি: সংগৃহীত
সিরিয়ার ক্ষমতার পালাবদলের এই সময় আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আইএস এবং বিচ্ছিন্নতাবাদী কুর্দি গোষ্ঠী পিকেকে নির্মূলের উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
ডি-৮ সম্মেলনে যোগ দিতে কায়রো সফরের পর আঙ্কারায় ফেরার পথে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এরদোয়ান জানান, সিরিয়ার অস্তিত্বকে হুমকির মুখে ফেলা সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নির্মূল করতে এখনই পদক্ষেপ নেওয়া উচিত।
২০১১ সালে সিরিয়ায় জন্ম নেওয়া আইএস দ্রুতই সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ অঞ্চল দখল করে আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল। তাদের এই উত্থান তুরস্কের জন্যও বড় ধরনের হুমকি হয়ে দাঁড়ায়। সীমান্তবর্তী অঞ্চলে আইএসের প্রভাব ঠেকাতে কঠোর লড়াই করতে হয়েছে তুরস্ক সরকারকে।
অন্যদিকে, পিকেকে বহু বছর ধরে তুরস্কের জন্য নিরাপত্তা ঝুঁকি। কুর্দিস্তান প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত এই গোষ্ঠী বেশ কিছু সন্ত্রাসী হামলার জন্য দায়ী। পিকেকের পাশাপাশি তাদের সহযোগী গোষ্ঠী এসডিএফ এবং ওয়াইপিজিও তুরস্কের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
এরদোয়ান বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তুরস্ক এককভাবে কাজ করছে। তবে আন্তর্জাতিকভাবে ঐক্যবদ্ধ পদক্ষেপ নিলে এই সংকট থেকে দ্রুত মুক্তি পাওয়া সম্ভব।
সিরিয়ার বর্তমান সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান এরদোয়ান। তিনি জানান, তুরস্কের শীর্ষ কূটনীতিবিদ হাকান ফিদানকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে দামেস্ক পাঠানো হবে। - এএফপি
এম.কে.