ছবি: সংগৃহীত
পাকিস্তানে ভারতের ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানিকে নিয়ে মানুষের কৌতূহল তুঙ্গে। সম্প্রতি পাকিস্তানে গুগল সার্চের ২০২৪ সালের ট্রেন্ডে উঠে এসেছে তার নাম।
মুকেশ আম্বানি এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি। তার বিশাল সম্পদ, বিলাসবহুল জীবনযাপন এবং ব্যবসায়িক সাফল্য নিয়ে পাকিস্তানের মানুষ অনেক তথ্য খুঁজেছেন।
পাকিস্তানের অনেকেই গুগলে খুঁজেছেন, "মুকেশ আম্বানির মতো ধনী হওয়ার উপায়।"
তার সম্পত্তির পরিমাণ, তার ছেলের বিয়ের খরচ ও তারিখ, এমনকি তার পরিবারের নানা বিষয় নিয়েও আগ্রহ দেখিয়েছেন। এর মধ্যে কিছু জনপ্রিয় সার্চ ছিল, "মুকেশ আম্বানির মোট সম্পদ ২০২৪," "মুকেশ আম্বানির ছেলের বিয়ের খরচ" এবং "মুকেশ আম্বানির ভাইবোন।"
মেহেদী কাউসার