.
সৌরজগতের একমাত্র তারা হচ্ছে সূর্য। শক্তিশালী সৌর ঝড়ের জন্যও সুপরিচিত এটি। ঝলমলে অরোরা তৈরি করে এসব সৌর ঝড়, যা ঝামেলা তৈরি করে দিতে পারে পৃথিবীতে থাকা প্রযুক্তিনির্ভর বিভিন্ন কাজেও। কিন্তু সূর্যপৃষ্ঠে চেয়েও চরম মাত্রায় বিস্ফোরণ হতে পারে। নতুন গবেষণায় দেখা গেছে, চরম মাত্রায় বিস্ফোরণ ঘটাতে পারে সূর্য এবং আমাদের সূর্যের মতো বিভিন্ন তারা প্রায় প্রতি শতাব্দীতে একবার সুপারফ্লেয়ার তৈরি করতে পারে। আর এর ফলে ঘটানো সম্ভব চরম মাত্রার বিস্ফোরণ। খবর ইয়াহু নিউজের।
বিভিন্ন সুপারফ্লেয়ার অসম্ভব শক্তিশালী হয়ে থাকে, যা অল্প সময়ের মধ্যে একাধিক অক্টিলিয়ন জুল শক্তি বের করে। বর্তমানে ব্যাপক আকারে বিঘ্ন ঘটানোর জন্য এই শক্তি যথেষ্ট বলে প্রতিবেদনে লিখেছে বিজ্ঞানভিত্তিক সাইট নোরিজ। এসব ঘটনা কতবার ঘটে তা বোঝার জন্য সূর্যের মতো পরিবেশ রয়েছে এমন হাজার হাজার তারা নিয়ে গবেষণা করেছেন বিজ্ঞানীরা। গবেষণাটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল সায়েন্সে।
সৌর কার্যকলাপের প্রত্যক্ষ হিসাব করা সম্ভব হচ্ছে কেবল কয়েক দশক ধরে। তাই হাজার হাজার বছর ধরে সূর্যের আচরণ কেমন ছিল, সেটি জানতে হলে গবেষণার পরোক্ষ পদ্ধতির ওপর নির্ভর করতে হয় গবেষকদের। সাধারণত অতীতের সৌর বিস্ফোরণের প্রমাণ মেলে পৃথিবীর প্রাচীন গাছের রিং ও হিমবাহের বরফে। তবে বিভিন্ন সুপারফ্লেয়ার কত ঘন ঘন ঘটে তার সুস্পষ্ট ধারণা পাওয়া যায় না এসব পদ্ধতিতে। আরও ভালো তথ্য পেতে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার কেপলার স্পেস টেলিস্কোপের দিকে মনোযোগ দেয় বিজ্ঞানীদের একটি দল।