ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ, আহত ১৬

তেলআবিবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশিত: ২৩:৫৭, ২১ ডিসেম্বর ২০২৪

তেলআবিবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

.

ইয়েমেন থেকে হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। ক্ষেপণাস্ত্রটি ইসরাইলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবে আঘাত হেনেছে। আর এতে অন্তত ১৬ জন আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় ভোররাতে ক্ষেপণাস্ত্রটি তেলআবিবের দক্ষিণাঞ্চলীয় জাফা এলাকার একটি পার্কে আঘাত হানে। চিকিৎসা কর্মীদের বরাত দিয়ে টাইমস অব ইসরাইল জানায়, বিস্ফোরণের ধাক্কায় ভেঙে পড়া কাচের আঘাতে ১৬ জন আহত হয়েছেন, তাদের মধ্যে তিন বছর বয়সী এক শিশু রয়েছে। তাড়াহুড়া করে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় আরও ১৪ জন আহত হয়েছেন। খবর আলজাজিরার।
সামাজিক মাধ্যমে আসা ভিডিও ফুটেজে দেখা গেছে, যে পার্কে ক্ষেপণাস্ত্রটি পড়েছে সেখানে একটি গর্ত তৈরি হয়েছে। স্থানীয় সময় ভোররাত ৩টা ৪৪ মিনিটে হঠাৎ করে ইসরাইলের পুরো মধ্যাঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করে সাইরেন বেজে ওঠে, এতে লাখ লাখ ইসরাইলি ঘুম থেকে উঠে আশ্রয়কেন্দ্রের উদ্দেশে ছুটতে শুরু করেন। টাইমস অব ইসরাইল লিখেছে, মাত্র কয়েকদিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার রাতের বেলা হুতিদের ক্ষেপণাস্ত্র ইসরাইলের মধ্যাঞ্চলকে সচকিত করে তুলল। ইরানের মিত্র হুতিদের এক মুখপাত্র জানান, তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলের জাফা এলাকায় একটি সামরিক লক্ষ্যস্থলে আঘাত হেনেছে। তেলআবিবের অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত ১৪ জনকে চিকিৎসা দিয়েছে তারা, আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তেলআবিবে আঘাত হেনেছে বলে ইসরাইলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে। তারা বলেছে, তারা ক্ষেপণাস্ত্রটিকে প্রতিহত করার উদ্যোগ নিয়েছিল, কিন্তু তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়। কী ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। সামাজিক মাধ্যমে আসা বিভিন্ন ভিডিওতে ক্ষেপণাস্ত্রটিকে প্রতিহত করার ব্যর্থ প্রচেষ্টা ও সেটির আঘাতে হওয়া ক্ষয়ক্ষতি দেখা গেছে। একটি ভিডিওতে তেলআবিবের যে পার্কে ক্ষেপণাস্ত্রটি পড়েছে সেখানে হওয়া ক্ষয়ক্ষতি দেখা গেছে। অন্য ভিডিওগুলোতে বিস্ফোরণের ধাক্কায় আশপাশের অ্যাপার্টমেন্টগুলোর উড়ে যাওয়া জানালা ও ভেঙে পড়া অন্যান্য আবর্জনা দেখা গেছে।
এদিকে লেবাননে যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন করছে ইসরাইলি বাহিনী। যুদ্ধবিরতি কার্যকরের পর ২৩ দিনে দখলদার বাহিনী ২৫৯ বার শর্ত লঙ্ঘন করে লেবাননে হামলা করেছে। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি সেনাবাহিনী লেবাননের সঙ্গে তার ২৩তম যুদ্ধবিরতির দিনে ছয়বার চুক্তি লঙ্ঘন করেছে। এতে ২৭ নভেম্বর যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরাইলি লঙ্ঘনের মোট সংখ্যা বেড়ে ২৫৯-এ দাঁড়িয়েছে। এসব হামলায় ৩১ জন নিহত এবং ৩৭ জন আহত হয়েছেন। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখন্ডে ইসরাইলি বর্বর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৫ হাজার ২০০ ছাড়িয়ে গেছে। এ ছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।

×