ছবি: সংগৃহীত
ভারতের মহারাষ্ট্র রাজ্যে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের জন্য বিশেষ বন্দিশালা বা ডিটেনশন সেন্টার তৈরি করা হবে বলে ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস।
শুক্রবার (২০ ডিসেম্বর) ভারতীয় বার্তাসংস্থা এএনআই’র এক প্রতিবেদনে জানানো হয়েছে, মুম্বাইয়ে অবৈধ অভিবাসীদের রাখার জন্য একটি উন্নত ডিটেনশন সেন্টার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অবৈধ বাংলাদেশিরা মাদকের মামলা বা অবৈধ প্রবেশের অভিযোগে গ্রেপ্তার হচ্ছেন। তবে তাদের সরাসরি কারাগারে রাখা সম্ভব নয়। এজন্য ডিটেনশন সেন্টারে রাখার প্রয়োজন।
তিনি আরও জানান, বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) ডিটেনশন ক্যাম্পের জন্য জমি বরাদ্দ দিলেও সেটি ক্যাম্পের নিয়ম অনুযায়ী উপযুক্ত নয়। তাই নতুন জমির জন্য আবেদন করা হয়েছে। মুম্বাইয়ে এই ডিটেনশন সেন্টার উন্নত মানের হবে বলেও তিনি উল্লেখ করেন।
এম.কে.