ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের চিহ্নিত করতে দিল্লির সব স্কুলে নির্দেশনা

প্রকাশিত: ১৭:০৫, ২১ ডিসেম্বর ২০২৪

অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের চিহ্নিত করতে দিল্লির সব স্কুলে নির্দেশনা

অবৈধ বাংলাদেশি অভিবাসীদের সন্তানদের খুঁজে বের করতে ভারতের দিল্লির সব স্কুলে নির্দেশ দেয়া হয়েছে।

ভারতের দিল্লিতে বিধানসভা নির্বাচনের আগে বাংলাদেশি অনুপ্রবেশের ঘটনা তুলে আবারও রাজনীতি শুরু। এবার দিল্লি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন (এমসিডি) এই বিষয়ে তদন্ত শুরু করেছে। 

অবৈধ বাংলাদেশি অভিবাসীদের সন্তানদের খুঁজে বের করতে ভারতের দিল্লির সব স্কুলে নির্দেশ দেয়া হয়েছে।  একই সাথে শিক্ষার্থীদের ভর্তির সময় পরিচয় সঠিকভাবে যাচাই-বাছাই এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও রয়েছে। 

শনিবার (২১ ডিসেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই এবং সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও ডেকান হেরাল্ড।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের রাজধানী দিল্লির সমস্ত স্কুলকে শিক্ষার্থী ভর্তির সময় অবৈধ বাংলাদেশি অভিবাসী শিশুদের শনাক্ত করার নির্দেশ দিয়েছে দিল্লি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন (এমসিডি)। 

নির্দেশনায় দেশটির জনস্বাস্থ্য বিভাগকে জন্মনিবন্ধন ও জন্মসনদ ইস্যু করার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বনের কথা বলা হয়েছে। এতে বাংলাদেশিদের জন্য যাতে কোনো ধরনের সনদ ইস্যু করা না হয় সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। এতে অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করতে বিশেষ অভিযান পরিচালনার কথাও বলা হয়েছে।

এদিকে দিল্লিতে অবৈধ বাংলাদেশিদের অনুপ্রবেশ বন্ধে গত ১২ ডিসেম্বর নিউ সীমাপুড়িতে একটি অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

আর কে

×