ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।
জার্মানির মধ্যাঞ্চলীয় প্রদেশ স্যাক্সনি-আনহাল্টের রাজধানী ম্যাগডেবার্গ শহরের জনাকীর্ণ ক্রিসমাস মার্কেটে একটি গাড়ি ঢুকে যাওয়ার ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত ২০০ জন আহত হয়েছেন।
শনিবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা ও বিবিসি।
স্থানীয় সময় শুক্রবার রাতের এই ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত হামলা বলে বর্ণনা করে কর্মকর্তারা জানান, চালককে ঘটনাস্থল থেকে হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় তদন্ত চলছে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া পোস্টে শলৎস বলেছেন, ‘ম্যাগডেবার্গের রিপোর্ট থেকে বোঝা যায় যে ভয়ানক কিছু ঘটেছে। ভুক্তভোগীদের এবং তাদের পরিবারের পাশে আছি আমরা। আমরা তাদের পাশে এবং ম্যাগডেবার্গের জনগণের পাশে দাঁড়িয়েছি। এই উদ্বেগজনক সময়ে আমি নিবেদিতপ্রাণ উদ্ধার কর্মীদের ধন্যবাদ জানাই।’
স্যাক্সনি-আনহাল্টের স্বরাষ্ট্রমন্ত্রী তামারা জিসচাং সন্দেহভাজন ব্যক্তিকে সৌদি আরব থেকে আসা ৫০ বছর বয়সী একজন ডাক্তার হিসেবে চিহ্নিত করেছেন। তিনি ২০০৬ সালে জার্মানিতে এসেছিলেন। অবশ্য দেশটির নিরাপত্তা পরিষেবার কাছে তার বিষয়টি অজানা ছিল।
জানা যায়, রাজধানী বার্লিন থেকে জার্মানির ম্যাগডেবার্গ শহরের দূরত্ব প্রায় ১৩০ কিলোমিটার। বড়দিন উপলক্ষ্যে সেখানে জমজমাট বাজার বসেছিল। বহু মানুষ সেই বাজারের রাস্তায় ভিড় করেছিলেন। চলছিল কেনাকাটা। আচমকা সেই রাস্তায় ভিড়ের মধ্যে উঠে পড়ে চারচাকার একটি গাড়ি। ইচ্ছাকৃত ভাবেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। ফলে এটিকে হামলা বলে অভিহিত করা হয়েছে। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়।
একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে তাতে দেখা যায়, জনাকীর্ণ রাস্তায় হঠাৎ করেই ঢুকে পড়ে গাড়িটি। এরপর সেটি নির্বিচারে মানুষকে ধাক্কা মারতে মারতে সামনে এগিয়ে যায়। ভিড়ের মধ্যে ঢুকে পড়ার পরও গাড়ির গতি কমেনি। রাস্তার শুরুর দিকে ৪০০ মিটারের মধ্যে যত জন ছিলেন, তারা সবাই আহত হয়েছেন। অনেকে পড়ে গিয়ে চাকার নিচে পিষ্ট হয়েছেন। গাড়িটি ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়ার পরের দৃশ্য আরও করুণ।
এম হাসান