ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

নতুন সরকারের কাছে অস্ত্র হস্তান্তর করেছে নিরাপত্তা বাহিনী

প্রকাশিত: ১৩:০৩, ২১ ডিসেম্বর ২০২৪

নতুন সরকারের কাছে অস্ত্র হস্তান্তর করেছে নিরাপত্তা বাহিনী

ছবি: সংগৃহীত

দক্ষিণ সিরিয়ার লাতাকিয়া শহরে সিরিয়ার সাবেক শাসক বাশার আল-আসাদের সময়কার সরকারি নিরাপত্তা বাহিনীরা তাদের অস্ত্র নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হস্তান্তর করছে। শনিবার (২১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেন।  

প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি সপ্তাহে শুট করা এক ভিডিওতে দেখা যায় সাদা পোশাক পরা পুরুষদের লম্বা সারি। তারা তাদের ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র সিরিয়ার নতুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে জমা দেওয়ার জন্য অপেক্ষা করছিল। জমা দেওয়ার সময় কর্মকর্তারা নিরাপত্তা বাহিনীর সদস্যদের অনানুষ্ঠানিক সাক্ষাৎকার নেন এবং তাদের ছবি তোলেন।  

ভিডিওতে আরও দেখা যায়, সরকারি অফিসের এক কোণায় শত শত হ্যান্ডগান ও গোলাবারুদ স্তূপ করে রাখা হয়েছে। এটি সিরিয়ার নতুন সরকারের ক্ষমতা গ্রহণ প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।  

হায়াত তাহরির আল শাম (এইচটিএস) গ্রুপের নেতৃত্বে নতুন নেতৃত্ব শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে কাজ করছে। তারা আন্তর্জাতিক বৈধতা অর্জনের প্রয়াসে সাবেক শাসক বাশার আল-আসাদের সময়কার নিরাপত্তা বাহিনীর সদস্যদের অস্ত্র জমা দিতে উদ্বুদ্ধ করছে।  

আশিকুর রহমান

×