ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

অভিবাসী ঠেকাতে ট্রাম্পের নীতি মারণাস্ত্র: ক্যাস্ত্রো

প্রকাশিত: ১১:৪০, ২১ ডিসেম্বর ২০২৪

অভিবাসী ঠেকাতে ট্রাম্পের নীতি মারণাস্ত্র: ক্যাস্ত্রো

মা-বাবার কাছ থেকে শিশুদের বিচ্ছিন্ন করা ঠেকাতে ‘ফ্যামিলি রি-ইউনিফিকেইশন টাস্ক ফোর্স অ্যাক্ট’ পাশের প্রস্তাব করেছেন, ডেমোক্র্যাটিক আইনপ্রণেতারা। 

নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী নিয়ে জিরো টরারেন্স নীতির প্রেক্ষিতে মা বাবার কাছ থেকে শিশুদের বিচ্ছিন্ন করা ঠেকাতে ফ্যামিলি রিইউনিফিকেইশন টাস্ক ফোর্স অ্যাক্ট নামে একটি আইন পাশের প্রস্তাব করা হয়েছে। এই অ্যাক্টটি পাশ হলে ভবিষ্যতে পরিবার থেকে শিশুদের বিচ্ছিন্ন করাকে প্রতিরোধ করা সম্ভব হবে।

বুধবার এক সংবাদ সম্মেলনে একথা জানান ইলিনয়নের ডেমোক্র্যাটিক কংগ্রেসওম্যান ডেলিয়া কাতালিনা রামিরেজ। তিনি বলেন, অভিবাসী পরিবকারকে রক্ষায় এই অ্যাক্ট পাশ হওয়া অত্যন্ত জরুরি। এদেশে অভিবাসী প্রবেশ ঠেকাতে ট্রাম্পের এই নীতি একটি মরণাস্ত্র এমনটাই মনে করেন টেক্সাসের ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান ওয়াকিন কাস্ত্রো।

ইলিনয়নের ডেমোক্র্যাটিক কংগ্রেসওম্যান ডেলিয়া কাতালিনা রামিরেজ। এ সময় তিনি বলেছেন, ২০২১ সালে এক নির্বাহী আদেশের মাধ্যমে প্রেসিডেন্ট জো বাইডেন এই টাস্ক ফোর্স গঠন করেছিলেন। অভিবাসী পরিবারকে রক্ষায় এই অ্যাক্ট পাশ হওয়া অত্যন্ত জরুরি।

ডেলিয়া বলেছেন, প্রথম মেয়াদে ট্রাম্পের অমানবিক নীতির কারণে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া শত শত শিশুকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে এই টাস্কফোর্স গত তিন বছর ধরে বিভিন্ন সংস্থা ও অ্যার্টনিদের সঙ্গে কাজ করছে। ট্রাম্পের জিরো টলারেন্স নীতির কারণে আগামীতেও ৩ হাজারের মতো শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন হতে পারে।

এখনো ১৩৬০ জন শিশু তাদের পরিবারের কাছে ফিরতে পারেনি। মা-বাবাও জানে না তাদের সন্তান কোথায় আছে? বিষয়টি অত্যন্ত অমানবিক ও নিষ্ঠুর। এ অবস্থায় টাস্ক ফোর্স অ্যাক্ট অত্যন্ত জরুরি। অন্যথায় ট্রাম্প প্রশাসনের তোপের মুখে এটি বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে পড়বে।

টেক্সাসের ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান ওয়াকিন কাস্ত্রো বলেছেন, পরিবার থেকে শিশুদের বিচ্চিন্ন করার এই অমানবিক নীতির বিরুদ্ধে ২০১৮ সালে প্রথম প্রতিবাদ সমাবেশ করেছিলেন তিনি। ট্রাম্পের এই নীতিটি ছিল, এদেশে অভিবাসীদের প্রবেশ ঠেকানো মরণা অস্ত্র।

এই কংগেসম্যান বলেন, এই টার্স্কফোর্স হারিয়ে যাওয়া শিশুদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার চেষ্টা করে যাচ্ছে। আগামীতেও তা অব্যাহত থাকবে।

টেক্সাসের আরেক কংগ্রেসওম্যান সিলভিয়া গার্সিয়া বলেছেন, অভিবাসীদের নিয়ে ট্রাম্প প্রথম মেয়াদে যেসব কাজ করেছিলেন এবার তার পুনরাবৃত্তি হতে দেয়া যাবে না। শুধু ট্রাম্প নয়, কোন সরকারের আমলেই অভিবাসীদের নিয়ে এমন নিষ্ঠুর নীতি গ্রহণ বন্ধ করতে হবে।

ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান ওয়ান ভার্গাস বলেন, ট্রাম্পের জিরো টলারেন্স নীতি নিয়ে জনগণ আতঙ্কে আছে। কারণ এটি বাস্তবায়িত হলে- নতুন করে আরো অনেক শিশুরা পরিবার থেকে বিচ্ছিন্ন হবে। পরিবার থেকে শিশুদের বিচ্ছিন্ন হওয়া যে কোনভাবেই বন্ধ করতে হবে। তা করবে হবে ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই। এমনটাই বলেছেন মিশিগানের কংগ্রেসওম্যান রাশিদা টালি।

এসআর

×