ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

ইউক্রেনকে আবারও অস্ত্র সহায়তার ঘোষণা দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১০:৫২, ২১ ডিসেম্বর ২০২৪

ইউক্রেনকে আবারও অস্ত্র সহায়তার ঘোষণা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহিত

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন আগামী কয়েক দিনের মধ্যে ইউক্রেনের জন্য নিরাপত্তা সহায়তা (ইউএসএআই) প্যাকেজের চূড়ান্ত ঘোষণা দেবে।

এই প্যাকেজের আওতায় ইউক্রেনের জন্য বরাদ্দকৃত শেষ তহবিল ব্যবহার করে নতুন অস্ত্র ক্রয় করা হবে। এই প্যাকেজের মূল্য প্রায় ১২০ কোটি ডলার হতে পারে। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

এই প্যাকেজ বাইডেন প্রশাসনের ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদানের শেষ পদক্ষেপ। আগামী জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন কিয়েভের জন্য এক অনিশ্চিত ভবিষ্যতের আভাস দিচ্ছে । ট্রাম্প এর আগে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে প্রশ্ন তুলেছেন এবং তিনি ক্ষমতায় ফিরে ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

এছাড়া ইউক্রেনকে ১৩০ বিলিয়ন ইউরোরও বেশি সহায়তা দিয়েছে ইইউ। 

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র প্রায় ১৭৫ বিলিয়ন ডলার সহায়তা প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে প্রায় ৬১.৪ বিলিয়ন ডলার নিরাপত্তা সহায়তা হিসেবে ব্যয় হয়েছে। নিরাপত্তা সহায়তার প্রায় অর্ধেক এসেছে ইউএসএআই প্রোগ্রামের মাধ্যমে, আর বাকিটা প্রেসিডেন্সিয়াল ড্র-ডাউন অথরিটির আওতায় যুক্তরাষ্ট্রের মজুদ থেকে সরবরাহ করা হয়েছে

সূত্র: রয়টার্স

সাইদ

×