ছবিঃ সংগৃহীত
সিরিয়ার বিদ্রোহী নেতা আহমেদ আল-শারাআ সম্প্রতি এক তরুণীকে চুল ঢাকতে বলা নিয়ে হওয়া বিতর্ককে তুচ্ছ বলেছেন। তরুণী লেয়া খেইরাল্লাহ তার সঙ্গে ছবি তোলার আগে চুল ঢাকার অনুরোধে সাড়া দেন। শারাআ বলেন, "আমি তাকে জোর করিনি। এটি আমার ব্যক্তিগত পছন্দ।"
এই ঘটনা সামাজিক মাধ্যমে বিতর্ক ছড়ায়। উদারপন্থীরা এটিকে সম্ভাব্য ইসলামী শাসনের ইঙ্গিত হিসেবে দেখেন, আর রক্ষণশীলরা তরুণীর সঙ্গে ছবি তোলার কারণে শারাআর সমালোচনা করেন। HTS, একসময় কঠোর বিধি আরোপ করলেও, সাম্প্রতিক বছরগুলোতে নিয়ম শিথিল করেছে।
এই ঘটনা সিরিয়ার ভবিষ্যৎ শাসনব্যবস্থার প্রতি জনগণের ভিন্ন দৃষ্টিভঙ্গি ও ধর্মীয় বৈচিত্র্যের চ্যালেঞ্জকে তুলে ধরেছে।
জেআই