ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১

ইয়েমেনে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল: নিহত ৯

প্রকাশিত: ১২:৪৮, ২০ ডিসেম্বর ২০২৪

ইয়েমেনে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল: নিহত ৯

ছবি- ইসরায়েলি হামলায় জ্বলছে জ্বালানি অবকাঠামো।

মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে নয়জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের সংবাদমাধ্যম। 

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। 
এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি বলেন, হুতি বিদ্রোহীদের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর মধ্যে রাজধানী সানা, বন্দর ও জ্বালানি অবকাঠামো রয়েছে। হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরিপ্রেক্ষিতে এ হামলা চালানো হয়েছে বলে দাবি ইসরায়েলের।


হুতি টেলিভিশন চ্যানেল আল মাশিরাহ জানায়, গতকাল ভোরের দিকে সানা ও বন্দরনগরী হোদেইদাহতে আগ্রাসী অভিযান চালিয়েছে ইসরায়েল। সানার দুটি কেন্দ্রীয় বিদ্যুৎকেন্দ্রে হামলা হয়েছে। এ ছাড়া হোদেইদাহর বন্দরে দুটি জ্বালানি স্থাপনাসহ অন্তত চারটি হামলা চালিয়েছে। এই হামলায় নয়জন নিহত হয়েছে।

 হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তেল আবিবের কাছে জাফা এলাকায় দুটি সুনির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানায়, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে তেল আবিবের দক্ষিণে একটি বিদ্যালয়ের ভবন বিধ্বস্ত হয়েছে। 

 

সুত্র: আল জাজিরা

সাইদুর

×