ছবি: সংগৃহীত
চীনা সরকারের হয়ে যুক্তরাষ্ট্রে প্রথম পরিচিত গোপন পুলিশ স্টেশন পরিচালনার অভিযোগে একজন আমেরিকান নাগরিক দোষ স্বীকার করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের মতে, চেন জিনপিং এবং তার সহ-অভিযুক্ত লু জিয়ানওয়াং ২০২২ সালের শুরুতে ম্যানহাটনের চায়নাটাউনে এই স্টেশনটি চালু ও পরিচালনা করেন। এটি চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের (MPS) পক্ষে পরিচালিত হয়েছিল।
বিশ্বজুড়ে ৫৩টি দেশে অন্তত ১০০টি এমন স্টেশন রয়েছে বলে রিপোর্ট করা হয়েছে। অধিকার সংস্থাগুলো অভিযোগ করেছে, চীন এই আউটপোস্টগুলো ব্যবহার করে বিদেশে বসবাসরত চীনা নাগরিকদের হুমকি ও নজরদারি করছে।
তবে চীন দাবি করেছে যে এই স্টেশনগুলো পুলিশ স্টেশন নয় বরং "সেবা কেন্দ্র", যেখানে প্রবাসী চীনা নাগরিকদের প্রশাসনিক সেবা প্রদান করা হয়। যদিও স্টেশনটি প্রবাসী চীনা নাগরিকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নের মতো মৌলিক সেবা দিতো, তবে এটি বেইজিংকে যুক্তরাষ্ট্রে বসবাসকারী গণতন্ত্রপন্থী কর্মীদের শনাক্ত করতেও সহায়তা করেছে বলে মার্কিন ফেডারেল কর্তৃপক্ষ জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেল ম্যাথিউ ওলসেন বলেন, এই গোপন পুলিশ স্টেশন পরিচালনার প্রচেষ্টা "আমেরিকার সার্বভৌমত্বের প্রতি সরাসরি চ্যালেঞ্জ এবং আমাদের সম্প্রদায়ের জন্য হুমকি, যা কখনোই সহ্য করা হবে না।"
২০২২ সালের শরতে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (FBI) তদন্ত শুরু করার পর স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়। তবে প্রসিকিউটরদের দাবি, তদন্তের খবর পেয়ে চেন এবং লু তাদের একজন এমপিএস কর্মকর্তার সাথে পাঠানো টেক্সট বার্তা মুছে ফেলেন।
উভয় ব্যক্তি, যারা আমেরিকার নাগরিক, তাদের গত বছরের এপ্রিল মাসে গ্রেপ্তার করা হয়।
বুধবার, ৬০ বছর বয়সী চেন চীনের হয়ে একজন এজেন্ট হিসেবে কাজ করার ষড়যন্ত্রের দায়ে দোষ স্বীকার করেছেন। আগামী বছর তাকে দণ্ডিত করা হলে তিনি পাঁচ বছরের কারাদণ্ড পেতে পারেন।
চেনের দোষ স্বীকারের ঘটনা "চীনা সরকারের কমিউনিস্ট পার্টির বিরোধিতাকারীদের হুমকি, হয়রানি এবং ভয় দেখানোর প্রচেষ্টার একটি বাস্তব উদাহরণ," বলে FBI-এর জাতীয় নিরাপত্তা শাখার নির্বাহী সহকারী পরিচালক রবার্ট ওয়েলস এক বিবৃতিতে জানিয়েছেন।
৫৯ বছর বয়সী লু নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং তার বিচার চলছে। প্রসিকিউটররা অভিযোগ করেছেন, তিনি চীনের কমিউনিস্ট পার্টির পক্ষে একজন কথিত চীনা পলাতককে দেশে ফিরতে বাধ্য করার চেষ্টা করেছিলেন এবং ক্যালিফোর্নিয়ায় একজন গণতন্ত্রপন্থী কর্মীকে খুঁজে পেতে সহায়তা করেছিলেন।
চেনের গ্রেপ্তারের সময় মার্কিন কর্তৃপক্ষ জানায়, এই ধরনের পুলিশ স্টেশন নিয়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে ফৌজদারি মামলা করা হয়েছে। মিস্টার ওলসেন বলেন, "চীন তাদের দমনমূলক কার্যক্রম যুক্তরাষ্ট্রে প্রসারিত করার চেষ্টা করলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থাকবো।"
চলতি বছরের সেপ্টেম্বরে, লিন্ডা সান নামে নিউ ইয়র্ক গভর্নরের কার্যালয়ের এক প্রাক্তন সহকারীকে চীনা সরকারের স্বার্থে কাজ করার অভিযোগে অভিযুক্ত করা হয়। বিনিময়ে তিনি ভ্রমণসহ বিভিন্ন সুবিধা পেয়েছিলেন।
গত বছর, এমপিএস-এর ৩৪ জন কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রে চীনা ভিন্নমতাবলম্বীদের হয়রানি এবং চীনা সরকারের প্রোপাগান্ডা ছড়ানোর জন্য ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ব্যবহারের অভিযোগে অভিযুক্ত করা হয়।
নাহিদা