ছবি: সংগৃহীত
২০৩৪ সালে ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজক সৌদি আরব। দেশটির ১৫টি স্টেডিয়ামে ৪৮টি দলের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তবে গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব বিশ্বকাপ চলাকালে মদ নিষিদ্ধ রাখবে।
কাতার ২০২২ বিশ্বকাপে আবগারি আইন শিথিল করে কিছু এলাকায় মদ বিক্রির অনুমতি দিয়েছিল। কিন্তু সৌদি আরব তাদের কঠোর ইসলামি আইনের অধীনে এমন অনুমতি দেবে না।
সৌদি আরবে ১৯৫২ সাল থেকে মদ নিষিদ্ধ। আইন অমান্যকারীদের কঠোর শাস্তি, যেমন বেত্রাঘাত, জরিমানা বা দেশ থেকে বহিষ্কারের বিধান রয়েছে। যদিও সম্প্রতি সৌদি আরব কিছু ক্ষেত্রে শিথিলতা দেখিয়েছে, তবে তা কূটনৈতিক এলাকার মধ্যেই সীমাবদ্ধ।
বিশ্বকাপের এই সিদ্ধান্ত নিয়ে সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
নাহিদা