ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই বলছে,ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ‘আম্বেদকর তো ফ্যাশন’-এমন মন্তব্যের জেরে নয়াদিল্লিতে পার্লামেন্ট প্রাঙ্গণে বিভিন্ন দলের সংসদ সদস্যদের মধ্যে হাতাহাতি হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) পার্লামেন্টের এ উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর হাতাহাতি হয় বিজেপি ও অন্যান্য দলের এমপিদের মধ্যে। এতে আহত দুজন আইসিইউতে বলে জানা যায়।
পিটিআই বলছে, ঘটনার সূত্রপাত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের জেরে। অমিত শাহ গত মঙ্গলবার বলেন, এখন আমবেদকর, আমবেদকর, আমবেদকর...’ বলা ফ্যাশনে পরিণত হয়েছে। যদি তারা (বিরোধী দল) এতবার ভগবানের নাম নিত, তাহলে স্বর্গে জায়গা পেত।’
ফুয়াদ