ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১

ভারতে লাউডস্পিকারে আজান দেয়ার অভিযোগে মসজিদের ইমামকে ২ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ১৮:৩৭, ১৯ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৯:৪৫, ১৯ ডিসেম্বর ২০২৪

ভারতে লাউডস্পিকারে আজান দেয়ার অভিযোগে মসজিদের ইমামকে ২ লাখ টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের এক গ্রামে মসজিদের ইমামকে লাউডস্পিকারের উচ্চ শব্দে আজান দেওয়ার অভিযোগে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই ঘটনা শুক্রবার আনার ওয়ালি মসজিদে, কোট গারভি এলাকায় ঘটে। এটি ঘটে মুঘল যুগের একটি মসজিদের জরিপ নিয়ে সহিংসতার কয়েকদিন পরপরই।

সাম্ভালের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম)বন্দনা মিশ্র জানিয়েছেন, “মসজিদে লাউডস্পিকারের উচ্চ শব্দের কারণে ব্যবস্থা নেওয়া হয়েছে। ইমাম তাহজিব (২৩) এই ঘটনার জন্য ২ লাখ টাকা জরিমানা গুনেছেন। এটি একটি প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে নেওয়া হয়েছে, এবং তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।”

এসডিএমের দেওয়া আদেশ অনুযায়ী, ইমামকে আগামী ছয় মাস একই ধরণের আচরণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

নাহিদা

×