ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১

হাসিনার গুমের ঘটনার সম্পৃক্ততা নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৯:৫৪, ১৯ ডিসেম্বর ২০২৪

হাসিনার গুমের ঘটনার সম্পৃক্ততা নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

সংগৃহীত ছবি।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে গুম বিষয়ে তদন্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উঠে এসেছে। এ সময় গুমের ঘটনা তদন্তে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়ে বিচার প্রক্রিয়া ন্যায় এবং স্বচ্ছ রাখার জন্য উৎসাহিত করেছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত প্যাটেল এই মন্তব্য করেন। তিনি বলেন, “গুমের ঘটনা গুরুতর মানবাধিকার লঙ্ঘন, যা ভুক্তভোগীদের অনির্দিষ্ট সময়ের জন্য নিখোঁজ বা আটকে রাখার মাধ্যমে মারাত্মক মানসিক যন্ত্রণা সৃষ্টি করে এবং তাদের পরিবারদের জন্য অনিশ্চয়তার সৃষ্টি করে।”

এছাড়া, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও ওয়াশিংটন তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। এক সাংবাদিক বাংলাদেশে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়সূচী নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়ার পর বেদান্ত প্যাটেল বলেন, “নির্বাচনের প্রস্তুতির জন্য বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলোকে আমরা স্বাগত জানাই যা শেষ পর্যন্ত বাংলাদেশি জনগণকে তাদের নিজস্ব নেতৃত্ব নির্বাচন করার সুযোগ দেবে।”

তিনি আরো বলেন, “নির্বাচন আয়োজনের সময় নির্ধারণ এমন একটি বিষয়ে যেদিকে আমাদের অব্যাহত পর্যবেক্ষণ থাকবে। অবশ্যই এই পুরো প্রক্রিয়াজুড়ে আইনের শাসন, একইভাবে গণতান্ত্রিক মূলনীতির বাস্তবায়নকে আমরা উৎসাহিত করছি। এবাং যেমনটা আমরা সমগ্র বিশ্বে চাই— শান্তিপূর্ণ উপায়ে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের পক্ষেই আমাদের অবস্থান।”

এক প্রশ্নের জবাবে, যখন সাংবাদিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুমে সংশ্লিষ্টতা ও নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন তোলেন, বাংলাদেশে তদন্ত কমিশনের রিপোর্ট উদ্ধৃত করে গুম নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস। তদন্ত কমিশন গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জড়িত থাকার প্রমাণ পেয়েছে। বাংলাদেশে গুমের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এর আগে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এবিষয় নিয়ে আপনার মন্তব্য কী।”

এছাড়া, গত ১৪ ডিসেম্বর গুম-সংক্রান্ত তদন্ত কমিশন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদন অনুযায়ী, ১৫ বছরে ঘটে যাওয়া গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। গুমের ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করার জন্য কমিশন র‍্যাব বিলুপ্তি এবং বিচারিক প্রক্রিয়া শুরুর সুপারিশ করেছে।

নুসরাত

×