ছবি: সংগৃহীত
মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ার কাছে লঞ্চডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। একটি স্পিডবোট নিয়ন্ত্রণ হারিয়ে লঞ্চে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
১১০ জন যাত্রীসহ লঞ্চটি ডুবে যায়। ৯৭ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত বলে জানা গেছে।
গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) দুর্ঘটনাটি ঘটেছে মুম্বাই উপকূলে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়,, একটি লঞ্চ ডুবে যাচ্ছে। ডুবন্ত লঞ্চের মধ্যে লাইফ জ্যাকেট পরা অনেক মানুষের ভিড়। লঞ্চের বেশিরভাগ অংশই ততক্ষণে ডুবে গেছে। যে অংশটুকু পানির স্তরের ওপরে রয়েছে, সেখানে আতঙ্কিত যাত্রীরা কোনো রকমে দাঁড়িয়ে রয়েছেন।
পাশেই একটি স্পিড বোট ও অপর দুটি নৌকায় তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। ছিল একটি তুলনামূলক বড় আকারের জাহাজও। একে একে যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনী।
ভারতীয় নৌসেনার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার বিকেল ৪টা নাগাদ নৌসেনার একটি স্পিডবোটের ইঞ্জিনের ট্রায়াল চলছিল। এ সময় স্পিডবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে নীলকমল নামে একটি যাত্রীবাহী লঞ্চে ধাক্কা মারে। যাত্রীদের নিয়ে গেটওয়ে অব ইন্ডিয়া থেকে ফেরিটি এলিফ্যান্টা দ্বীপ যাচ্ছিল।
মুম্বাই শহরের অদূরেই একটি দ্বীপাঞ্চল হল এলিফ্যান্টা কেভ। প্রত্নতাত্ত্বিক গুরুত্বের জন্য এটি মুম্বাইয়ের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থলও। এলিফ্যান্টা কেভ যাওয়ার জন্য লঞ্চ সেবা পাওয়া যায় মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ার সামনে থেকে। সাধারণ মানুষের পাশাপাশি পর্যটকেরাও এই লঞ্চগুলো ব্যবহার করেন।
সূত্র: এনডিটিভি
তাবিব