ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
দু;সংবাদ যেন পেছনেই পড়ে আছে ভারতের। আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ফের একবার বিপাকে ভারত।
বুধবার(১৮ ডিসেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, যেসব দেশ মার্কিন পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করে, তাদের ক্ষেত্রে আমেরিকাও প্রতিশোধমূলক শুল্ক আরোপ করবে। এ তালিকায় ভারতের নাম বিশেষভাবে উল্লেখ করেছেন তিনি।
সোমবার (১৬ ডিসেম্বর) নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “যদি অন্য দেশগুলো আমাদের পণ্যে শুল্ক আরোপ করে, আমরা তাদের ক্ষেত্রেও একই শুল্ক আরোপ করব। এটি হবে পারস্পরিক। তারা যদি আমাদের ওপর কর আরোপ করে, আমরাও তাদের ওপর কর আরোপ করব।”
এর আগে জানা যায়, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প প্রায় ১৮ হাজার ভারতীয় অবৈধ অভিবাসীকে আমেরিকা থেকে বের করে নিজ দেশে ফেরত পাঠাবে।
এছাড়াও, ২০২৪ সালের নভেম্বর মাসে রাশিয়া থেকে ভারতের জ্বালানি তেল আমদানি ৫৫ শতাংশ কমে রেকর্ড নিম্নস্তরে পৌঁছেছে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এটি সর্বনিম্ন স্তরে নেমেছে বলে সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার (সিআরইএ)-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই হ্রাস ভারতের অর্থনীতিতে বড় ধরনের সংকট সৃষ্টি করেছে।
আগস্টে শেখ হাসিনার প্রস্থান বাংলাদেশের প্রতিবেশী ভারত দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের। তারা উল্লেখ করেছেন যে, ঢাকার নতুন পরিস্থিতি এবং অনিশ্চয়তা ভারতের জন্যও বেশ কিছু সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে।
নাহিদা