উদ্ধারকৃত মর্টারটি। ছবি: ইন্ডিয়া টুডে
পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে একটি পাকিস্তানি মর্টার উদ্ধার করা হয়েছে, যা ধারণা করা হচ্ছে ১৯৭১ সালের যুদ্ধকালীন সময়কার। বুধবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।
বিএসএফ ক্যাম্পের পাশে নির্মাণকাজ চলাকালে এই মর্টারটি উদ্ধার করা হয়। কর্মকর্তারা জানান, ক্যাম্পের আশপাশে নিয়মিত কার্যক্রম চালানোর সময় মর্টারটি মাটির নিচ থেকে বের হয়ে আসে। এটি পাওয়ার সঙ্গে সঙ্গেই বিএসএফ স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানায়। এরপর একটি বোমা নিষ্ক্রিয়করণ দল এসে মর্টারটিকে নিরাপদে নিষ্ক্রিয় করে।
বুধবার সকালে স্থানীয় পুলিশের সহযোগিতায় এই অভিযানটি পরিচালিত হয়।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মর্টারটি ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধকালীন সময়ের। তবে এর সঠিক উৎস নির্ধারণের জন্য আরও পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে।
এর আগে, চলতি বছরের জুলাই মাসে পশ্চিম ত্রিপুরা জেলার একটি পুকুর খননকালে ১৯৭১ সালের যুদ্ধের সময়কার অন্তত ২৭টি মর্টার শেল পাওয়া গিয়েছিল। প্রথমে শ্রমিকরা পুকুর খননের সময় ১২টি মর্টার শেল খুঁজে পান এবং পরে আরও ১৫টি শেল উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছিল।
সূত্র: ইন্ডিয়া টুডে
নাহিদা