ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১

ট্রাম্পের হুমকি: ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ হতে পারে!

প্রকাশিত: ১৪:৩৪, ১৮ ডিসেম্বর ২০২৪

ট্রাম্পের হুমকি: ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ হতে পারে!

ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, একই নীতি ব্রাজিলের ক্ষেত্রেও প্রয়োগ করবেন। মঙ্গলবার মার-এ-লাগোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, "যদি কোনো দেশ আমাদের ওপর অতিরিক্ত শুল্ক চাপায়, তবে আমরাও তাদের পণ্যের ওপর চড়া হারে কর চাপাবো।"

ভারত ও ব্রাজিলকে লক্ষ্য করে ট্রাম্প বলেন, এই দেশগুলো প্রায়ই আমেরিকান পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করে, অথচ যুক্তরাষ্ট্র এতদিন তাদের ওপর কোনো শুল্ক চাপায়নি। তিনি যোগ করেন, "বাণিজ্যে স্বচ্ছতা থাকা উচিত; ভারত যদি ১০০ শতাংশ শুল্ক চাপায়, আমরাও সমান শুল্ক আরোপ করবো।"

এখন পর্যন্ত ট্রাম্পের হবু বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিকও একই ধরনের মন্তব্য করেছেন, যেখানে তিনি বলেন, "পারস্পরিক সুবিধাদান নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।"

রাজু

×