ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১

বয়স্ক ব্যক্তির প্রতি অবহেলা, কর্মীদের ২০ মিনিট দাঁড় করালেন কর্মকর্তা!

প্রকাশিত: ১৩:৫১, ১৮ ডিসেম্বর ২০২৪

বয়স্ক ব্যক্তির প্রতি অবহেলা, কর্মীদের ২০ মিনিট দাঁড় করালেন কর্মকর্তা!

বহুক্ষণ অপেক্ষার পরেও সিসিটিভি ফুটেজে বৃদ্ধকে দাঁড়িয়ে থাকতে দেখে ক্ষুব্ধ হন লোকেশ।

নয়ডার আবাসন দফতরের সাম্প্রতিক একটি ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে। অফিসের বাইরে ষাটোর্ধ্ব এক বৃদ্ধ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন—এ দৃশ্য দেখে বিষয়টি দ্রুত সমাধানের নির্দেশ দেন দফতরের সিইও, লোকেশ এম। ২০০৫ সালের আইএএস আধিকারিক লোকেশ বর্তমানে এই দফতরের দায়িত্বে রয়েছেন। তিনি অফিসের এক মহিলা কর্মীকে স্পষ্টভাবে বলেন, বৃদ্ধের কাজ দ্রুত সমাধা করতে এবং ভবিষ্যতে যেন এমন পরিস্থিতিতে কাউকে অপেক্ষা করতে না হয়।

তবে, নির্দেশ সত্ত্বেও কর্মীরা যথাযথ ব্যবস্থা নেননি। বহুক্ষণ পরেও বৃদ্ধকে অফিসের ভেতরে অপেক্ষা করতে দেখে লোকেশ আরও ক্ষুব্ধ হন। কর্মীদের প্রতি অসন্তুষ্ট হয়ে শাস্তি হিসেবে তিনি ১৬ জন কর্মীকে ২০ মিনিট দাঁড়িয়ে কাজ করার নির্দেশ দেন। এ সময় কর্মীদের সকল কাজই দাঁড়িয়ে সম্পন্ন করতে হয়।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর কর্মীদের দায়িত্বহীন আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। কেউ বলেন, ‘‘এটি স্কুলজীবনের শাস্তির কথা মনে করিয়ে দিল, যখন শিক্ষকেরা ভুল করলে দাঁড় করিয়ে রাখতেন।’’ অন্য কেউ মন্তব্য করেন, ‘‘যথাযথ শাস্তি দেওয়া হয়েছে। এর পর থেকে এমন ভুল আর করবেন না।’’

লোকেশের এই পদক্ষেপ প্রাসঙ্গিকতার দিক থেকে প্রশংসিত হলেও কর্মীদের প্রতি এই শাস্তির পদ্ধতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

রাজু

×