ছবি: সংগৃহীত
প্রতিদিনই আমরা কোনও না কোনও ভিক্ষুককে দান দিয়ে পুন্য অর্জন করি। কিন্তু আপনি কি জানেন, গোটা ভারতে মোট কতজন ভিখারি আছে? ভারত সরকার দ্বারা জারি করা পরিসংখ্যান অনুযায়ী, দেশে ৪ লক্ষের বেশি ভিখারি আছে। আর এদের মধ্যে সবথেকে বেশি ভিখারি আছে পশ্চিমবঙ্গে।
শুধুমাত্র পশ্চিমবঙ্গেই ৮১ হাজার ২৪৪ জন ভিখারি আছে, যারা ভিক্ষা করে নিজের পেট চালান। রাজ্যে পুরুষদের তুলনায় মহিলা ভিক্ষুকদের সংখ্যা বেশি। ভারতের এই রাজ্যে ৪৮ হাজার ১৫৮ জন মহিলা ভিক্ষুক আছে, আর পুরুষ ভিক্ষুকদের সংখ্যা ৩৩ হাজার ৮৬ জন।
কেন্দ্রীয় সামাজিক ন্যায় মন্ত্রী থাবর চন্দ্র গেহলট রাজ্যসভায় বলেন, ২০১১ সালে জনগণনা অনুযায়ী দেশে মোট ৪ লক্ষ ১৩ হাজার ৬৭০ জন ভিখারি আছে, যার মধ্যে পুরুষ ভিখারিদের সংখ্যা ২ লক্ষ ২১ হাজার ৬৭৩ আর মহিলা ভিখারিদের সংখ্যা ১ লক্ষ ৯১ হাজার ৯৯৭। সবথেকে বেশি ভিখারি পশ্চিমবঙ্গে আছে। রাজ্যের মোট ভিখারিদের সংখ্যা ৮১ হাজার ২৪৪। লাক্ষাদ্বীপে মাত্র ২ জন ভিখারি আছে।
পরিসংখ্যান অনুযায়ী, পশ্চিমবঙ্গ ৮১ হাজার ২৪৪ ভিখারিদের নিয়ে শীর্ষে আছে। আর উত্তর প্রদেশে ৬৫ হাজার ৮৩৫ জন ভিখারি আছে। অন্ধ্রপ্রদেশে ৩০ হাজার ২১৮ জন ভিখারি আছে। বিহারে ২৯ হাজার ৭২৩ জন ভিখারি আছে। রাজস্থানে ২৫ হাজার ৮৫৩ জন ভিখারি আছে। দিল্লীতে ২ হাজার ১৮৭ জন ভিখারি আছে আর চণ্ডীগড়ে মাত্র ১২১ জন ভিখারি আছে।
উত্তর-পূর্বের রাজ্যগুলির কথা বললে সিকিমে ৬৮ জন ভিখারি আছে। অরুণাচল প্রদেশে ১১৪ জন ভিখারি আছে। নাগাল্যান্ডে ১২৪ জন ভিখারি আছে। মণিপুরে ২৬৩ জন ভিখারি আছে। মিজোরামে ৫৩ জন ভিখারি আছে। ত্রিপুরায় ১ হাজার ৪৯০ জন ভিখারি আছে। মেঘালয়ে ৩৯৬ জন ভিখারি আছে। আর অসমে ২২ হাজার ১১৬ জন ভিখারি আছে।
ভারত সরকারের পরিসংখ্যান অনুযায়ী সবথেকে কম ভিখারি লাক্ষাদ্বীপে আছে। সেখানে মাত্র দু’জন ভিখারি আছে। আর দাদরা নগর হাভেলিতে ১৯ জন ভিখারি আছে। দমন আর দিউতে ২২ জন এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ৫৬ জন ভিখারি আছে।
শিহাব