ইরান সমর্থিত এক্সিস অফ রেজিস্টেন্স বিপদের মুখে। সিরিয়ায় বাশার আল আসাদের পতন ও ইসরাইলি হামলায় দুর্বল গোষ্ঠীগুলো সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর ইরান সমর্থিত এক্সিস অফ রেজিস্টেন্স মারাত্মক অস্তিত্ব সংকটে পড়েছে। বিশেষ করে হামাস, হিজবুল্লাহ এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো ইসরাইলি হামলায় দুর্বল হয়ে পড়েছে, ফলে তেহরানের আঞ্চলিক শক্তি কমে গেছে। ৭ অক্টোবরের হামাসের হামলার পর ইসরাইলি বাহিনী এক বছরেরও বেশি সময় ধরে তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে, যা হামাসকে ব্যাপকভাবে দুর্বল করেছে।
এছাড়া, সিরিয়ায় আসাদের পতনের পর ইরানী অস্ত্র সরবরাহের রুট বন্ধ হয়ে যাওয়ায় হিজবুল্লাহ এবং অন্যান্য গোষ্ঠীগুলোও ব্যাপক ধাক্কা খেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এখন আর ইরানী অক্ষশক্তির কোনও শক্তিশালী গোষ্ঠী নেই, শুধু ইয়েমেনের হুতি বিদ্রোহী বেঁচে আছে।
ইরান এখন তার অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক নীতিতে বড় ধরনের পরিবর্তনের পথে চলতে পারে। বিশেষজ্ঞদের মতে, ইরান এক নতুন জোট গড়ে তোলার চেষ্টা করবে এবং প্রতিরক্ষা নীতিতেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে। তবে, সিরিয়ার নতুন প্রশাসন কি ভূমিকা নেবে, তা ভবিষ্যতে ইরানের নেতৃত্বাধীন অক্ষশক্তির ভাগ্য নির্ধারণ করবে।
রাজু