ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১

আটক জেলেদের ফিরিয়ে দিবে বাংলাদেশ এমন আশায় হাতজোড় মমতার!

প্রকাশিত: ১২:২২, ১৮ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১২:৩০, ১৮ ডিসেম্বর ২০২৪

আটক জেলেদের ফিরিয়ে দিবে বাংলাদেশ এমন আশায় হাতজোড় মমতার!

ছবি: সংগৃহীত

মাছ ধরতে গিয়ে সমুদ্রের আন্তর্জাতিক জল-সীমানা পেরিয়ে ট্রলার নিয়ে ঢুকে পড়ায় দু’মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশে আটক রয়েছেন কাকদ্বীপের ৯৫ জন জেলে। বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী তাঁদের গ্রেফতার করেছে।  এই অবস্থায় মঙ্গলবার নবান্নে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস, শীঘ্রই গ্রেফতার হওয়া ভারতীয় জেলেদের দেশে ফেরানো হবে, বাংলাদেশের কাছে অনুরোধ করবেন মমতা।

সূত্রের খবর, মমতা বিষয়টি জানার পরই ওই জেলেদের ফিরিয়ে নিতে তৎপর হন এবং কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। মঙ্গলবার নবান্নের বৈঠকে মমতা বলেন, ‘‘আগামী দু’তিন দিনের মধ্যে বাংলাদেশে আটকে থাকা জেলেরা ফিরে আসবেন বাংলায়।’’ জলে পড়ে ‘নিখোঁজ’ এক জেলেদের পরিবারকে রাজ্য সরকারের পক্ষে আর্থিক সহায়তারও আশ্বাস দেন মমতা। পাশাপাশি, বাংলায় আটকে থাকা বাংলাদেশিদেরও ছেড়ে দেওয়ার কথা বলেন তিনি।

রাজ্য সরকারের এই উদ্যোগকে সংগঠনের পক্ষ থেকে সাধুবাদ জানিয়েছেন কাকদ্বীপ মৎস্যজীবী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি। মুখ্যমন্ত্রীর আশ্বাসে খুশি ওই মৎস্যজীবীদের পরিজনেরাও। রাজ্য সরকারের কাছে তাঁরা ওই ৯৫ জনকে ফেরানোর জন্য একাধিক বার আবেদন করেছিলেন।

 

শিহাব

×