ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১

দেশে দেশে জোরালো হচ্ছে ‘ইন্ডিয়া আউট’ ক্যাম্পেইন

প্রকাশিত: ০৯:৫৩, ১৮ ডিসেম্বর ২০২৪

দেশে দেশে জোরালো হচ্ছে ‘ইন্ডিয়া আউট’ ক্যাম্পেইন

বর্তমানে বৈশ্বিক রাজনীতি এবং কূটনীতিতে নতুন মোড় এসেছে। ক্ষমতার পালাবদলের সঙ্গে বদলাচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণ। এর প্রভাব দক্ষিণ এশিয়ার বৃহৎ রাষ্ট্র ভারতের ওপর পড়ছে।

ভারতের বৈশ্বিক সম্পর্কের টানাপোড়েন
মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারতকে "অসহযোগী দেশ" হিসেবে ঘোষণা করেছে। ভারতের "মোস্ট ফেভারড নেশন" মর্যাদা প্রত্যাহার করেছে সুইজারল্যান্ড। কানাডার সঙ্গেও ভারতের সম্পর্ক দীর্ঘদিন ধরে উত্তপ্ত। কানাডা অভিযোগ করেছে, ভারতীয় কূটনীতিকরা সেখানে হত্যাকাণ্ড, চাঁদাবাজি, এবং অন্যান্য অপরাধে জড়িত। এর প্রেক্ষিতে কানাডা ভারতীয় ছয় কূটনীতিককে বহিষ্কার করে। পাল্টা পদক্ষেপে ভারতও কানাডার ছয় কূটনীতিককে বহিষ্কার করেছে।

প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের অবনতি
প্রতিবেশী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক দিন দিন শীতল হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার ঘটনা দুই দেশের সম্পর্ককে প্রভাবিত করেছে। একই সঙ্গে নেপাল, শ্রীলঙ্কা, এবং মালদ্বীপের সঙ্গেও ভারতের সম্পর্কের অবনতি হয়েছে। পাকিস্তান এবং চীনের সঙ্গে ঐতিহ্যগত বৈরিতা তো রয়েছেই।

মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও ভারতের উদ্বেগ
সিরিয়ায় বাশার আল আসাদের শাসনের পতন এবং মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা ভারতের ঘনিষ্ঠ মিত্র ইরানের ওপর প্রভাব ফেলেছে। এই পরিবর্তনেও ভারতের কূটনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়ছে।

বিশ্লেষকদের মতে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে ভারতের জন্য নিজেদের স্বার্থ রক্ষা করা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। সামনের দিনগুলোতে এই চ্যালেঞ্জ আরও বাড়বে বলেই ধারণা করছেন বিশেষজ্ঞরা।

 

রাজু

×