ছবি: সংগৃহীত
ইসরায়েলকে সিরিয়ার চলমান সংকটের সুযোগ না নিতে সতর্ক করেছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনী সিরিয়ার ভূখণ্ডে অভিযান চালানোর পর এ হুঁশিয়ারি জানান তিনি। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাশিয়ান টুডের (আরটি) এক প্রতিবেদনে তিনি এ মন্তব্য করেন।
এর আগে এ মাসের শুরুতে, বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের নেতৃত্বে সিরিয়ার বিরোধী বাহিনী দামেস্কসহ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর দখল করে।
এ পরিস্থিতিতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পদত্যাগ করে রাশিয়ায় আশ্রয় নেন। আসাদের সরকার পতনের পর ইসরায়েলি সেনাবাহিনী সিরিয়া ও গোলান মালভূমির মধ্যে অবস্থিত বাফার জোনে প্রবেশ করে।
জাতিসংঘ এবং আরব রাষ্ট্রগুলোর তীব্র সমালোচনার পরও রোববার (১৫ ডিসেম্বর) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেন, তার মন্ত্রিসভা গোলান মালভূমিতে ইহুদি জনসংখ্যা বৃদ্ধির পরিকল্পনা অনুমোদন করেছে। ইসরায়েল সেখানে নতুন বসতি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।
রিয়াবকভ ইসরায়েলকে সতর্ক করে বলেন, গোলান মালভূমি সংযুক্তি নিয়ে আলোচনা পুরোপুরি অগ্রহণযোগ্য। তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থিতি যেমন স্পষ্ট, তেমনি ইসরায়েলও এই পরিস্থিতি থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে। তিনি পশ্চিম জেরুজালেমের কিছু ‘অতি উৎসাহী’ ব্যক্তিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, তারা যেন এ সুযোগে ভুল পথে না হাঁটে।
১৯৭৪ সালের সিরিয়া-ইসরায়েল বিরতি চুক্তির বাস্তবায়ন ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে রিয়াবকভ বলেন, ওই চুক্তির আওতায় গোলান মালভূমিতে একটি বাফার জোন প্রতিষ্ঠিত হয়েছিল, যা ইসরায়েলকে মেনে চলতে হবে। তবে ইসরায়েল দাবি করেছে, আসাদ সরকারের পতনের পর ১৯৭৪ সালের চুক্তি ভেঙে পড়েছে।
শিহাব