ছবি: সংগৃহীত
শ্যালকের পুরুষাঙ্গ কামড়ে দিয়ে মাংসপিণ্ড ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠল খোদ দুলাভাইয়ের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফ থানার মাকালতলা গ্রামে। গুরুতর জখম হয়ে শ্যালক রবীন মণ্ডল হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘুটিয়ারি শরিফের মাকালতলার বাসিন্দা রবীন। সেখানেই বসবাস করেন রবীনের দুলাভাই মুন্না সাউ। অভিযোগ, মুন্না কোনও কাজকর্ম করতেন না। এ ছাড়াও বাড়িতে প্রতি দিন ঝামেলা করতেন তিনি। সেই নিয়েই প্রতিবাদ করেন রবীন। অভিযোগ, প্রতিবাদ করতেই আচমকা শ্যালকের উপর ঝাঁপিয়ে পড়েন দুলাভাই। তাঁকে মারধর করে পুরুষাঙ্গ কামড়ে দেন। রক্তাক্ত অবস্থায় যন্ত্রণায় কাতরাতে থাকেন আক্রান্ত যুবক। পরিবারের অন্য সদস্যেরা তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আক্রান্ত ওই যুবক।
আক্রান্ত যুবক বলেন, “এর আগেও এক বার ওর কাজের প্রতিবাদ করেছিলাম। সেই সময়ে কানে কামড় দিয়েছিল। এ বার এই অবস্থা করল। ওর কঠোর শাস্তির আবেদন করে পুলিশে অভিযোগ জানিয়েছি।” ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন রবীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই প্রসঙ্গে ক্যানিংয়ের এসডিপিও রামকুমার মণ্ডল বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে।”
শিহাব