ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের ম্যাডিসন শহরের একটি খ্রিষ্টান স্কুলে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছে। গতকাল সোমবার(১৬ ডিসেম্বর) এ হামলার ঘটনা ঘটে।
ম্যাডিসন পুলিশপ্রধান শোন বার্নস জানিয়েছেন, অ্যাবান্ড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে বন্দুকধারী গুলি চালিয়েছে। এতে নিহত ব্যক্তিদের মধ্যে সন্দেহভাজন বন্দুকধারীও রয়েছে। নিহত বন্দুকধারীও ওই স্কুলের শিক্ষার্থী।
পুলিশ আরও জানায়, এটি একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত রয়েছে। শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪০০। ঘটনাস্থলে আসার পর নিহত বন্দুকধারীকে পুলিশ কর্মকর্তারা মৃত অবস্থায় পেয়েছেন। তার বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ বলেন, ঘটনাস্থল থেকে অন্তত পাঁচজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সময় গতকাল বেলা ১১টার আগে গুলির ঘটনা ঘটেছে।
যুক্তরাষ্ট্রের শহর, শহরতলি, গ্রামের সরকারি-বেসরকারি সব ধরনের স্কুলে গুলির ঘটনা মহামারি আকার ধারণ করেছে।
সূত্র: বিবিসি
সাইদুর