ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কানাডার অর্থমন্ত্রীর পদত্যাগ: প্রধানমন্ত্রী ট্রুডোর সঙ্গে দ্বন্দ্বের জের

প্রকাশিত: ০৮:৪৬, ১৭ ডিসেম্বর ২০২৪; আপডেট: ০৮:৪৭, ১৭ ডিসেম্বর ২০২৪

কানাডার অর্থমন্ত্রীর পদত্যাগ: প্রধানমন্ত্রী ট্রুডোর সঙ্গে দ্বন্দ্বের জের

কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দ্বন্দ্বের কারণে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। সোমবার (১৬ ডিসেম্বর) বার্ষিক বাজেট উপস্থাপনের কয়েক ঘণ্টা আগে তিনি পদত্যাগপত্র জমা দেন।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ট্রুডোকে পাঠানো চিঠিতে ফ্রিল্যান্ড উল্লেখ করেন, কানাডার উন্নয়ন নিয়ে তাদের মতপার্থক্য হয়েছে। এই পরিস্থিতিতে সৎ ও কার্যকরী সিদ্ধান্ত হিসেবে পদত্যাগ করেছেন তিনি।

পদত্যাগপত্রে ফ্রিল্যান্ড আরও বলেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি মোকাবিলায় কানাডার অর্থনৈতিক প্রস্তুতি জরুরি। তবে প্রধানমন্ত্রীর বিভিন্ন সিদ্ধান্তের সঙ্গে তার মতবিরোধ হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, ফ্রিল্যান্ডের পদত্যাগ ট্রুডোর জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

এর আগে শুক্রবার ট্রুডো ফ্রিল্যান্ডকে অর্থমন্ত্রীর দায়িত্ব থেকে সরে গিয়ে মন্ত্রিসভার অন্য পদ গ্রহণের পরামর্শ দেন। তবে ফ্রিল্যান্ডের পদত্যাগে ট্রুডোর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা যায়নি।

 

রাজু

×