মহান বিজয় দিবস উদযাপন
পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন যথাযথ মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করেছে।
সোমবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে হাইকমিশন প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবার এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ঢাকায়প্রাপ্ত এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
এ উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণ বিজয় দিবসের ব্যানার ও পোস্টার দিয়ে সুসজ্জিত করা হয়। দূতাবাস প্রাঙ্গণে হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা শুরু হয়।
রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বিজয় দিবস উপলক্ষে দেওয়া বাণী পাঠ করা হয়। পরে মহান বিজয় দিবসের তাৎপর্যভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনায় অন্যান্যের মধ্যে উপ-হাইকমিশনার মো. আমিনুল ইসলাম খাঁন বাংলাদেশের বিভিন্ন আন্দোলনের প্রেক্ষাপটসহ মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তৃতা করেন।
এছাড়া, মহান বিজয় দিবস উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিশু-কিশোরসহ সবার অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
শহীদ