ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১

সিরিয়া ছেড়ে পালাতে চাইনি: প্রথম বিবৃতিতে আসাদ

প্রকাশিত: ২২:৫৪, ১৬ ডিসেম্বর ২০২৪; আপডেট: ২২:৫৭, ১৬ ডিসেম্বর ২০২৪

সিরিয়া ছেড়ে পালাতে চাইনি: প্রথম বিবৃতিতে আসাদ

ছবি: সংগৃহীত।

সশস্ত্র বিদ্রোহীদের হাতে ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবারের মতো বিবৃতি দিয়েছেন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। এই বিবৃতিটি সিরিয়ার প্রেসিডেন্টের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করা হয়, তবে এটি পরিষ্কার নয় যে, বর্তমানে চ্যানেলটি কে নিয়ন্ত্রণ করছে বা বাশার আল-আসাদ নিজে এই বিবৃতি লিখেছেন কি না।

সোমবার (১৬ ডিসেম্বর) মস্কো থেকে টেলিগ্রামে পোস্ট করা বিবৃতিতে আসাদ উল্লেখ করেন, সিরিয়া বর্তমানে "সন্ত্রাসবাদের হাতে" চলে গেছে। তিনি বলেন, "আমি কখনো ব্যক্তিগত লাভের জন্য পদ চাইনি। আমি সর্বদা নিজেকে সিরিয়ার জনগণের বিশ্বাস দ্বারা সমর্থিত একজন জাতীয় অভিভাবক হিসেবে বিবেচনা করেছি।"

আসাদ আরও বলেন, "জনগণের ইচ্ছাশক্তি ও রাষ্ট্র রক্ষা করার, প্রতিষ্ঠানগুলো রক্ষা করার এবং তাদের পছন্দগুলো শেষ মুহূর্ত পর্যন্ত বহাল রাখার জন্য আমার অটুট প্রত্যয় রয়েছে।"

বিবৃতিতে তিনি ৮ ডিসেম্বরের ঘটনা এবং কীভাবে তাকে রাশিয়ায় সরিয়ে নেওয়া হয়েছিল, তা বর্ণনা করেছেন। ৮ ডিসেম্বরের ঘটনা নিয়ে আসাদ বলেন, "সকালের দিকে আমি লাতাকিয়ায় চলে যাই। এরপর সেদিনই মস্কো থেকে আমাকে তাৎক্ষণিকভাবে রাশিয়ায় সরিয়ে নেওয়ার অনুরোধ করা হয়।" তিনি বলেন, "৮ ডিসেম্বর ভোরবেলা পর্যন্ত আমি দামেস্কে ছিলাম, সেখান থেকে দায়িত্ব পালন করছিলাম। কিন্তু সন্ত্রাসী বাহিনী দামেস্কে অনুপ্রবেশ করায়, আমি রুশ মিত্রদের সঙ্গে সমন্বয় করে লাতাকিয়ায় চলে আসি। আমি সকালেই সেখানে পৌঁছাই।"

বিবৃতিতে আরো বলা হয়, এই সময়ের মধ্যে পরিস্থিতি আরও অবনতির দিকে চলে যায় এবং এক পর্যায়ে রাশিয়ার সামরিক ঘাঁটিতে তীব্র ড্রোন হামলা শুরু হয়। এর ফলে, ঘাঁটির কমান্ড রাত ৮টায় তাকে তাৎক্ষণিকভাবে রাশিয়ায় সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে।

আসাদ বলেন, "রাষ্ট্র যখন সন্ত্রাসবাদের হাতে পড়ে এবং অর্থবহ অবদান রাখার ক্ষমতা হারিয়ে যায়, তখন যে কোনো অবস্থানই উদ্দেশ্যহীন হয়ে পড়ে আর দখলদারিত্বকে অর্থহীন করে তোলে। এটি কোনোভাবেই সিরিয়া ও জনগণের প্রতি আমার গভীর অনুভূতিকে কমিয়ে আনবে না। সিরিয়া আবারও মুক্ত ও স্বাধীন হবে বলেও বিবৃতিতে আশা করা হয়।"

নুসরাত

×