ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১

সুইজারল্যান্ডের তালিকায় যুক্ত হলো ভারত

প্রকাশিত: ২০:৫৫, ১৬ ডিসেম্বর ২০২৪

সুইজারল্যান্ডের তালিকায় যুক্ত হলো ভারত

সম্প্রতি বাংলাদেশের সাথে রাজনৈতিক ও অর্থনৈতিক  টানাপোড়েনের মধ্যে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতের জন্য এসেছে দুঃসংবাদ।ইতোমধ্যে ভারতকে ‘অসহযোগী দেশ’র তালিকায় রেখেছে যুক্তরাষ্ট্র। কানাডার সাথে কূটনৈতিক সম্পর্ক ঠেকেছে তলানীতে। 

এছাড়া আরব আমিরাত ভারতীয়দের ভিসা দেয়ার হার কমিয়েছে ব্যাপক হারে।
এবার পশ্চিমের দেশ সুইজারল্যান্ড থেকে এলো দুঃসংবাদ। দেশটি তাদের ‘মোস্ট ফেভার্ড নেশন’ ক্যাটাগরি থেকে বাদ দিয়েছে ভারতকে। 


একটা সময়ে চিজ, চকোলেট আর ঘড়ির দেশের কাছ থেকে জুটেছিলো ‘সবচেয়ে পছন্দের রাষ্ট্র’ বা ‘মোস্ট ফেভার্ড নেশন’-এর (এমএফএন) তকমা। কিন্তু হঠাৎ করেই নয়াদিল্লির মাথা থেকে সেই মুকুট কেড়ে নিয়েছে দেশটি। ‘পৃথিবীর স্বর্গ’ খ্যাত সুইজারল্যান্ডের এই পদক্ষেপে রীতিমতো মাথায় হাত মোদি সরকারের!

বিশেষজ্ঞদের আশঙ্কা, সুইজারল্যান্ডের এই সিদ্ধান্তের সুদূরপ্রসারী প্রভাব পড়বে ভারতের শেয়ার বাজারে। আগামী দিনে কমতে পারে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ।

ফুয়াদ

×