একজন ফিলিস্তিনির চিৎকার
ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলে জাতিসংঘ পরিচালিত একটি বিদ্যালয়ে কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই বোমা হামলা চালিয়েছে, ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ২০জন নিহত হয়েছে।
সোমবার (১৬ডিসেম্বর) সকালে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইজরায়েলের অতর্কিত হামলায় অন্তত ৬৯ জন নিহত হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ইজরায়েলি বাহিনী বিদ্যালয়টির তৃতীয় তলায় হামলা চালিয়েছে, যার ফলে বড় ধরণের ক্ষতি হয়েছে। কিছু মৃতদেহ এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে তা টুকরো টুকরো হয়ে গেছে। বিদ্যালয়টিতে শত শত ফিলিস্তিনি পরিবার আশ্রয় নিয়েছিল।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে,গাজার খান ইউনিসে গত ২৪ ঘণ্টায় আরও হামলার ঘটনা ঘটেছে। বানি সুহাইলা গ্রামে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছে।
গাজার সরকারি মিডিয়া অফিসের মুখপাত্র ইসমাইল আল-থওবতা বলেছেন, গতকাল রবিাবর গাজার উত্তরের বেইত হানুনে খলিল ওয়েইদা বিদ্যালয়ে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছিল। সেখানে মৃতের সংখ্যা ১৫ থেকে বেড়ে ৪৩-এ পৌঁছেছে ।
গত অক্টোবর ২০২৩-এ ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে জাতিসংঘ পরিচালিত এসব আশ্রয়স্থলগুলো নিয়মিত হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই ইসরায়েলি সেনাবাহিনী জাতিসংঘ পরিচালিত আশ্রয়স্থলগুলোতে হামলা চালাচ্ছে। যা সাধারণ মানুষের জন্য একমাত্র নিরাপদ আশ্রয়স্থল ছিল।
সুত্র: আল জাজিরা
সাইদুর