ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১

সংখ্যালঘু ইস্যুতে বক্তব্য দিয়ে তোপের মুখে পশ্চিমবঙ্গের মুসলিম নেতা

প্রকাশিত: ১১:০৭, ১৬ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১১:০৭, ১৬ ডিসেম্বর ২০২৪

সংখ্যালঘু ইস্যুতে বক্তব্য দিয়ে তোপের মুখে পশ্চিমবঙ্গের মুসলিম নেতা

ছবি: সংগৃহীত

সংখ্যাগুরু-সংখ্যালঘু বিষয়ক মন্তব্যের জন্য পশ্চিমবঙ্গের পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবার তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তিরস্কারের মুখে পড়েছেন। দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে তাঁর অসন্তোষ জানিয়ে বলেছেন, ফিরহাদ যা বলেছেন, তাতে দলের কোনো অনুমোদন নেই এবং তা দলের নীতি বা অবস্থানের সঙ্গে সম্পর্কিত নয়।

সম্প্রতি এক শিক্ষা সম্মেলনে ফিরহাদ মন্তব্য করেছিলেন, “বাংলায় আমরা ৩৩%, কিন্তু ভারতে মাত্র ১৭%। তবে আমরা নিজেদের সংখ্যালঘু ভাবি না। আমাদের বিশ্বাস, সর্বশক্তিমানের কৃপা থাকলে একদিন আমরা সংখ্যাগুরুর থেকেও বড় হব।”

তার এই মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে। অনেকেই এটিকে বিভাজনের ইঙ্গিত এবং বিজেপির মেরুকরণের রাজনীতিকে উসকানি দেয়ার চেষ্টা হিসেবে দেখছেন। তৃণমূলের অন্দরেও প্রশ্ন উঠেছে, এই ধরনের মন্তব্য কি দলের ভাবমূর্তির ক্ষতি করছে না?

ফিরহাদের মন্তব্যের পর তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেছেন, "ফিরহাদ একজন ধর্মনিরপেক্ষ মানুষ এবং তার মন্তব্যটি সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নতি নিয়ে ছিল।"

তবে বিরোধীদের ফিরহাদ এই মন্তব্যের মাধ্যমে বিভাজন এবং মেরুকরণের রাজনীতিকে উৎসাহিত করছেন।

প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং আইএসএফ চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী অভিযোগ করেছেন, ফিরহাদ রাজ্য রাজনীতিতে বিভাজন তৈরি করতে চাচ্ছেন এবং বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির পক্ষে অবস্থান নিচ্ছেন।

বিতর্কের মুখে ফিরহাদ বলেছেন, “আমি এক জন ভারতীয় এবং ধর্মনিরপেক্ষ মানুষ। মৃত্যুর দিন পর্যন্ত ধর্মনিরপেক্ষই থাকব।”

এম.কে.

×